ফ্রিল্যান্সিং এবং আউটসর্সিং কোর্সঃ
ফ্রিল্যান্সিং কি ? পরিবর্তনশীল এবং প্রতিযোগীতা মূলক বিশ্বায়নের এই সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর্থ-সামাজিক অস্থিরতার কারনে অর্থনৈতিক বৈশম্য এবং অব্যবস্থাপনার কারনে বেকার সমস্যা ক্রমেই বাড়ছে। বাংলাদেশও এই পরিস্থিতির স্বীকার। যার ফলে বেকার যুবকদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষ জীবনের প্রয়োজনে বিকল্প আয়ের পথ খুজছে। এই সুজোগে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দটি বাংলাদেশের মানুষের মাঝে দ্রুত প্রসার লাভ করছে, এবং হয়তো ভবিষ্যতে আরও করবে। কিন্তু আসলে কি এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ?
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার যে পেশা তকেই আশলে ফ্রিল্যান্সিং বলা হয় । আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলে। যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদেরকে বলা হয় ফ্রিল্যান্সার ।
কেন ফ্রিল্যান্সিং ?
বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিংয়ের বিশাল বাজার বা অনলাইন মার্কেট প্লেস এর শীর্ষ ভাগ আমাদের পাশের দেশ ভারতের হাতে। ফ্রিল্যান্সিং সার্ভিসে ভারতের পাশাপাশি ফিলিপিনস, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, চীন, রাশিয়া, পানামা, মিসর এবং আরও অনেক দেশ এগিয়ে যাচ্ছে। অনলাইন মার্কেট প্লেসে বাংলাদেশ অনেক দেরিতে প্রবেশ করলেও স্বপ্ন দেখার মতো বিষয় হচ্ছে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে আমরা ধীরে ধীরে হলেও এগিয়ে যাচ্ছি। সম্ভাবনাময় দেশের কাতারে চলে এসেছে বাংলাদেশ। তাই আউটসোর্সিংয়ের মতো শিল্প হয়ে উঠছে বেকার সমস্যা সমাধান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উপায়। ফ্রিল্যান্সিং এর বেস কিছু সুভিদার মদ্ধে অন্যতম আপনার কোন নির্দিষ্ট কোন সময় নাই ইচ্ছামত সময় বের করে নিয়ে কাজ করা শম্ভব পড়াশুনায় বা অফিসের তেমন ক্ষতি হয় না । অনেকটা নিজের ইচ্ছার উপর নির্ভর করে আপনি কখন কাজ করবেন বা কখন করবেন না। বাসায় বসে কাজ করুন। বাহিরে বের হওয়ার কোন প্রয়োজন নেই। হরতাল আপনার কাজে কোন বাধা প্রদান করবে না খোলা থাকবে আপনার অনলাইন মার্কেট প্লেস । শিক্ষাগত যোগ্যতা বা বয়সের গন্ডি নেই। কেও কেও অবসর নেওয়ার পরেও শুরু করেন। কাজেই, এখানে কাজ পারাটাই মুখ্য, আপনার বয়স বা শিক্ষাগত যোগ্যতা নয় (৯৫% ক্ষেত্রে)।
গার্টনারের মতে, সস্তা শ্রম আর পর্যাপ্ত জনশক্তি—এই দুটি কারণে বাংলাদেশ আউটসোর্সিংয়ের জন্য সম্ভাবনাময় একটি দেশ। এখন পর্যন্ত যেসব কোম্পানি বাংলাদেশ থেকে আউটসোর্সিং করিয়ে নিয়েছে তারা বাংলাদেশী তরুণদের কাজে সন্তুষ্ট। সুতরাং এই সাফল্য যদি ভালোভাবে ধরে রাখা যায় তাহলে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং থেকে বাংলাদেশ একটি বড় শম্ভাবনা আশা করতেই পারে । আর আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সে আমাদের চেষ্টা থাকবে ফ্রিল্যান্সিং এর সকল অনলাইন মার্কেট প্লেস, কাজ, কাজ করার ধরন এবং ক্লাইন্টের সাথে রিলেশন মেন্টেইন সহ সকল বিষয় বুঝিয়ে দেয়া ।
অনলাইনে আয়ের জন্য যোগ্যতা:
অনলাইনে আয় করার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন হয় না। নিচের চারটি গুণই যার মধ্যে আছে সেই কেবল অনলাইনে আয় করার জন্য সমর্থ হবেন।
গুণ চারটি হলো:
১. বিশ্বাস
২. ধৈর্যশীলতা
৩. সততা
৪. আত্মবিশ্বাস
উপরোক্ত বিষয় গুলো যদি আপনি মানতে না পারেন তবে আপনার পক্ষে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া কখনোই সম্ভব না।
ফ্রিল্যান্সিং কোর্সটিতে যা থাকবেঃ
১. অনলাইন মার্কেট প্লেস পরিচিতি ।
২. মার্কেট প্লেস অ্যানালাইজ ।
৩. কাজ করার ক্ষেত্র ।
৪. মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন অ্যাকাউন্ট ।
৫. কিভাবে কাজ পাবেন ? অথবা পাওয়ার পদ্ধতি ।
৬. কি ভাবে কাজ শুরু করবেন ?
৭. ক্লাইন্ট এক্সপেকটেশন এবং স্যাটিসফ্যাকসন ।
৯. বিভিন্ন সমস্যা এবং সমাধান ।
১০. আরও অনেক ...
ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
আমাদের এসইও কোর্সটির ফী ২,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটি ৬ শপ্তাহের অর্থাৎ দের মাসের । ক্লাসের সংখ্যা শপ্তাহে ২ দিন শুক্র ও শনি বার । যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে BLACK iz ফ্রিল্যান্সিং কোর্সটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যতেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে।
BLACK iz ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও কিছু তথ্যঃ
আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটি ৮ সপ্তাহের অর্থাৎ ২ মাসের।
প্রশিক্ষণ ফিঃ ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফিঃ ২,০০০ টাকা কোর্স ফি। মোট ৩,০০০ টাকা।
রেজিস্ট্রেশন নিয়মঃ কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্চুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে সফল রেজিস্ট্রেশন এর পর আমাদের এডমিনিস্ট্রেশন থেকে ফোন করে বিস্তারিত জানান হবে। কোর্সের প্রথম ক্লাশের দিন উল্লেখিত ফি সহ অংশগ্রহন করতে হবে।
সীট সংখ্যাঃ আমরা প্রতিটি ফ্রিল্যান্সিং ব্যাচে মাত্র ২০ জন নেই।
কিছু তথ্যঃ আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি।
ক্লাসের স্থানঃ কলাবাগান বাসস্টান্ড, (ধানমন্ডি ৮ নং) MABS কোচিং সেন্টার, ভবনের ২য় তলা।
Phone : 01671502396,01717695631
Email : institute@black-iz.com
Website : www.inst.black-iz.com