আমাদের সপর্কে কিছু কথাঃ
পরিবর্তনশীল এবং প্রতিযোগীতা মূলক বিশ্বায়নের এই সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর্থ-সামাজিক অস্থিরতার কারনে অর্থনৈতিক বৈশম্য এবং অব্যবস্থাপনায় বেকার সমস্যা ক্রমেই বাড়ছে। বাংলাদেশও এই পরিস্থিতির স্বীকার। যার ফলে বেকার যুবকদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষ জীবনের প্রয়োজনে বিকল্প আয়ের পথ খুজছে। এই সুজোগে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দটি বাংলাদেশের মানুষের মাঝে দ্রুত প্রসার লাভ করছে, এবং হয়তো ভবিষ্যতে আরও করবে। এছাড়াও সবাই খুজছে বিকল্প আয়ের পথ ।
এছাড়াও জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য সবাই ঝুকছে আইটি বা ইনফরমেশন টেকনোলজির দিকে । বিশ্বায়নের এই প্রতিযোগীতা মূলক সময়ে আপানার যদি না থাকে আইটি দক্ষতা তাহলে মনে রখবেন প্রতিযোগিতার দৌড়ে প্রথম স্থানটি কখনোই আপানার জন্য নয় । আইটি দক্ষতা ঐ দৌড়ে BLACK iz IT institute এর চেষ্টা থাকবে আপনাকে আগিয়ে রাখার ।
BLACK iz IT institute একটি ব্যতিক্রম ধর্মি শিক্ষা প্রতিষ্ঠান। BLACK iz IT এর একটি অংগ প্রতিষ্ঠান। BLACK iz IT institute একটি জনকল্যান মূলক আইটি প্রশিক্ষণ কেন্দ্র। শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া BLACK iz IT institute মূল ব্যবসা নয়, ইনফরমেশন এবং টেকনোলজি সম্পর্কিত শিক্ষার প্রসার ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ একটি স্বল্প আয়ের দেশ। দিন দিন বাংলাদেশের তরুণরা ফ্রীল্যান্সিং এর দিকে ঝুকছেন। ফ্রিল্যান্সিং সার্ভিসে ভারতের পাশাপাশি ফিলিপিনস, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, চীন, রাশিয়া, পানামা, মিসর এবং আরও অনেক দেশ এগিয়ে যাচ্ছে। অনলাইন মার্কেট প্লেসে বাংলাদেশ অনেক দেরিতে প্রবেশ করলেও স্বপ্ন দেখার মতো বিষয় হচ্ছে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে আমরা ধীরে ধীরে হলেও এগিয়ে যাচ্ছি। এর ফলে দেশে প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবেশ করছে। এগিয়ে যাচ্ছে দেশ। BLACK iz IT Institute-এ এসইও এক্সপার্ট কোর্সটির পাশাপাশি রয়েছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, ব্যাসিক পিএইচপি, ওয়ার্ডপ্রেস কাস্টটোমাইজেসন এবং অন্যান্য আরও কিছু ফ্রীল্যান্সিং কোর্স যার মাধ্যমে আমরাও চাই গর্বিত ফ্রিল্যান্সিং এ সফলতার একটি অংশীদার হতে।