সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন

সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন

সফল ক্যারিয়ার গড়তে শিখতে পারেন গ্রাফিক্স ডিজাইন

চিত্রলেখ বিষয়ক শিল্পকর্মকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে । সহজভাবে বলতে গেলে টেক্ট বা নকশা ব্যবহার করে সুন্দর এবং মানসম্মত চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে।আরও সহজভাবে বলতে গেলে বলতে হয় আপনি নিশ্চই সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পান,বিভিন্ন কোম্পানির এড দেখতে পান ।এই যে চিত্রগুলো আপনি দেখতে পান এই চিত্রগুলোকেই বলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আগের যুগে যে চিত্রকর্মগুলো শিল্পীরা হাতে একে তৈরি করত এখন সেইসব জিনিস তৈরি করা হচ্ছে কম্পিউটারের কিছু অসাধারন সফটঅয়্যার দিয়ে।এতে করে চিত্রগুলোকে আরও বাস্তবসম্মত করা সম্ভব হচ্ছে। কিছু সময় উপযোগী গ্রাফিক্স ডিজাইন সফটঅয়্যার হচ্ছে অ্যাডোভ ফটোশপ,ইলাস্ট্রেটর ।

কেন গ্রাফিক্স ডিজাইন?

অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে অপেক্ষাকৃত বেশি আয় করতে চান? পার্ট-টাইম বা ফুল টাইম কাজ খুঁজছেন? ক্রিয়েটিভ কিছু করতে মন চায়? সময় পেলেই কম্পিউটারের পেইন্ট টুলস, ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে কারো নাম বা ছবি নিয়ে কাজ শুরু করে দেন? তাহলে আপার জন্যই গ্রাফিক্স ডিজাইন কোর্স । অন্যান্য সব চাকরির থেকে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে কিছুটা নিরাপদ ও ঝামেলা বিহীন, কারণ হলো অন্যান্য সব পেশার বিপরীতে গ্রাফিক্স ডিজাইনারের কোনো কাজের অভাব হয় না। এটা একটি সন্মানজনক পেশাও।

কাজের ক্ষেত্র: বর্তমান সময়ে কোথায় প্রয়োজন নেই একজন গ্রাফিক্স ডিজাইনারের? গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজের ক্ষেত্র তুলে ধরা হলঃ

• ইন্টার‌্যাক্টিভ মিডিয়া
• ব্র্যান্ড ডিজাইন
• লোগো ডিজাইন
• মার্কেটিং ব্রশিউর
• ম্যাগাজিন
• কর্পোরেট রিপোর্টস
• সংবাদপত্র ইত্যাদি!

গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা:

গ্রাফিক্স ডিজাইনার হতে শিক্ষাগত যোগ্যতা মূল বিষয় না। তবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গ্রাফিক্স ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কিংবা ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারী কর্মী চেয়ে থাকেন। তবে ডিগ্রি কোন ব্যাপারই নয়, যদি আপনি কাজটি ভালোভাবে জানেন এবং সৃজনশীল হয়ে থাকেন।

আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাসগুলোতে অংশগ্রহনকারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ

• উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা আছে।
• প্রায় প্রতিটি ক্লাসের ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে।
• প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড শীট দেওয়া হবে।
• আলোচ্য কোর্সের উপরে একটি বই প্রদান করা হবে।
• উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
• ক্লাস নোট ফটোকপি আকারে প্রদান করা হবে।
• কোর্স পরবর্তি সময়ে সাপোর্ট দেওয়া হবে।
• স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
• শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে।
• হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
• প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
• ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ

ভর্তির জন্য প্রত্যেক কে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা (১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এখানে @ http://goo.gl/VuKSXW ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটিতে যা যা থাকছেঃ

• ফটোশপ
• ইলেস্ট্রেটর
• লোগো ডিজাইন
• ফ্লেক্স ডিজাইন
• গ্রিডিং কার্ড ডিজাইন
• বিজনেস কার্ড ডিজাইন
• বিজনেস ফর্ম ডিজাইন
• ব্রুসিয়ায় ডিজাইন
• ক্যালেন্ডার ডিজাইন
• ক্যাটালগ ডিজাইন
• পোস্টার ডিজাইন
• লেটার হেড ডিজাইন
• বুক কাভার ডিজাইন
• নিউজ পেপার ও ম্যাগাজিন ডিজাইন
• ই-বুক ডিজাইন
• ফ্লাইর ডিজাইন
• আরও অনেক কিছু

BLACK iz IT Institute কর্তিক আয়োজিত এই গ্রাফিক্স ডিজাইন কোর্সে যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে

এখানে ক্লিক করুন।

BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ
১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।

অনলাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html

BLACK iz IT Instiute এর আরও কিছু আকর্ষনিয় প্রোগ্রামঃ
YouTube থেকে আয় – ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্স    ওয়েব ডিজাইনিং শিখুন উন্নত ক্যারিয়ার গড়ুন!     BLACK iz IT এ ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ!

YouTube থেকে আয় – ইউটিউব আর্নিং এন্ড ভিডিও ইডিটিং কোর্স অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়।  বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনিও আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে।  ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন।  তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই।  আর তা হল- ভিডিও সেয়ারের মাধ্যমে আয়।  (বিস্তারিত)

বিশাল মুল্য ছাড়ে অংশগ্রহণ করুন BLACK iz IT Institute এ। BLACK iz IT Institute এশিয়া কাপ  ২০১৬ উপলক্ষে প্রতিটি ব্যাচের প্রথম ১৫ জন কে দিচ্ছে ৫০% এর অধিক ছাড়। এই সুযোগ গ্রহন করতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে আমাদের ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেসন পেজে গিয়ে নির্দিস্ট ইন্সট্রাকশন ফলো করুন এবং পরিপুর্ন ভাবে ফর্ম ফিলাপের পর সাবমিট করুন।   (বিস্তারিত)    BLACK iz IT এ ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ! ৫০ জন নারীকে সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সুযোগ দিচ্ছে BLACK iz IT। বছরে দুটি ধাপে ১০০ জনকে সু্যোগটি দেওয়া হয় প্রথম ধাপে ৫০ জন পুরুষ এবং দ্বিতীয় ধাপে ৫০ জন নারীকে এ সু্যোগটি দেওয়া হয়। উল্লেক্ষ্য ছয় মাস পুর্বে BLACK iz IT প্রথম ধাপে ৫০ জন পুরুষকে নিয়ে প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামটি চালু করে। এবার একই ভাবে দ্বিতীয় ধাপে  ৫০ জন নারীকে ইন্টার্নি এবং সম্পুর্ন ফ্রিতে ১০টি কোর্সে অংশগ্রহনের সু্যোগটি দেওয়া হবে।   (বিস্তারিত)

আরও কিছু তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ

• ইমেইল : mmenafa@gmail.com, info@black-iz.com
• ফেসবুক গ্রুপ : http://www.facebook.com/groups/blackiz.itinstitute/
• ফেসবুক ফ্যানপেজ : http://www.facebook.com/blackizitinst/
• ফেসবুক ইভেন্ট : http://www.facebook.com/events/279421995547464
• ওয়েব-সাইট : http://www.inst.black-iz.com
• কিছু ছাত্রদের মতামতঃ http://opinion.black-iz.com/
• আমাদের তৈরি ওয়েব সাইটের তালিকাঃ http://web.black-iz.com/
• ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCq0vvig4oCR5d7wwgkWEdVQ/videos
• গুগোল পেজঃ https://plus.google.com/117776610484405499942

Related posts

Leave a Comment