চোখে পড়লো না ?

তুমি আমার হাসিটাই
দেখলে এর আড়ালের
কান্নাটুকু তোমার
চোখে পড়লো না ?
দেখবে কি করে

সেগুলো যদি দেখতে পেতে তাহলে আজ
আমাকে হাসির
আড়ালে এভাবে কেঁদে কেঁদে মরতে হতো না
আমি আজ ও
বোঝাতে পারলাম
না কতোটা ভালবাসি তোমায়
সেটা তোমাকে আমি বোঝাইতে পারি নাই
নাকি তুমি বোঝতে চাও নি
আমার
ব্যর্থতা নাকি তোমার
নিষ্ঠুরতা ?
তবুও
ভালবাসি তোমায়
অনেক বেশি।।

Related posts

Leave a Comment