শুভকামনা আদর্শনারীর আদর্শব্লগ

সেই কবে যে আদর্শনারীর সাথে পরিচয় তার দিনক্ষণ মনে না থকলে এটুকু বলা যায় কমপক্ষে এক যুগের উপরে তো হবে। আদর্শনারীর সবুজ কুড়ির সকল বিভাগ, সুওয়াল জবাব, কোরআন-হাদিসের বিভাগ, আর সেই বিখ্যাত উপন্যাস ষড়যন্ত্রের কবলে ইসলাম সহ সকল বিভাগ পড়তাম নিয়মিত। তারপর হয়ে গেলাম অনিয়মিত। অবশেষে একদিন পেয়ে গেলাম ওয়েব ঠিকানা কিন্তু হলনাগাদ পাই না। তবুও ওয়েব সাইটে ঢু মারি প্রিয় আদর্শনারীর ভালবাসায়। এভাবে চলছিল। আজ খেয়াল করলা উপরের কর্ণারে দেখা যাচ্ছে আদর্শ ব্লগ। খুশিতে কেমন লাগছে তা বুঝাতে পারবো না।
যাক সময়ের সাথে আমার প্রিয় আদর্শনারী এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ সকলকে।
ওয়াসসালাম।
সবুজকুড়ি সদস্য নং- ২১৮৮

Related posts

Leave a Comment