“কখনো নিজেকে অন্য কারও সাথে তুলনা করা থেকে বিরত থাকো।

“কখনো নিজেকে অন্য কারও
সাথে তুলনা করা থেকে বিরত থাকো।
কারণ,প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন
দ্বীপের মতো।প্রত্যেকের
আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।অন্যের
কথা ভেবে নিজের স্বপ্নকে সাজাবে না ।
কারণ,একমাত্র তুমিই শুধু অনুভব
করতে পারবে তোমার চাওয়া পাওয়াগুলোকে।
নিজের স্বপ্নকে বুঝে জীবনের লক্ষ্য
ঠিক করো!স্বপ্নপূরণই জীবনের একমাত্র
লক্ষ্য নয়।তাই বলে,স্বপ্নকে ত্যাগ
করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলো।স্বপ্ন
ছাড়া জীবন অর্থহীন।” !

Related posts

Leave a Comment