প্রযুক্তি এসেছে কিন্তু আমরা আপডেট হতে পারিনি

প্রযুক্তি এসেছে কিন্তু আমরা আপডেট হতে পারিনি

প্রযুক্তি এসেছে কিন্তু আমরা আপডেট হতে পারিনি। চলচ্চিত্রে এখন আর আগের মতো সরব নন চিত্রনায়িকা পপি। এ বছরে তার একটি চলচ্চিত্র মুক্তি পেলেও তিনি তেমন কোনো আলোচনায় আসতে পারেননি। বিশেষ দিনে তাই এখন তার ভরসা ছোটপর্দা। এবার একটি বিজ্ঞাপনের কাজও করলেন তিনি।

প্রযুক্তি এসেছে কিন্তু আমরা আপডেট হতে পারিনি

সম্প্রতি একটি ফুড গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে কিছুদিন আগেই সেই গ্রুপের একটি পণ্যের মডেল হিসেবে কাজ করলেন। কিন্তু চলচ্চিত্রের ব্যস্ততায় এখন আর নেই তিনি।

আবারও কবে তাকে চলচ্চিত্রে শুটিংয়ে দেখা যাবে, সে প্রসঙ্গে পপি বলেন, ‘ইন্ডাস্ট্রির অবস্থা তো এখন আর আগের মতো নেই। এখন ছবির সংখ্যা বাড়লেও ভালো কাজ তেমন চোখে পড়ছে না। সেই আগের মতোই গল্প, গল্পের ধাঁচ। নতুন অনেক প্রযুক্তি এসেছে কিন্তু আমরা আপডেট হতে পারিনি। আর আমি তো এখন কলেজের মেয়ের চরিত্র করতে পারব না। দর্শকদের গ্রহণযোগ্যতার বিষয়টি তো আছেই। তারা ১০ বছর আগে আমাকে যে চরিত্রে দেখেছে সেই চরিত্রে এখন আর দেখতে চাইবেন না। তবে আবারও আগের মতো কাজের ইচ্ছা আছে।’

Related posts

Leave a Comment