তোমাকে আমি নতুন করে এখন আর ভালবাসিনা,
কিন্তু একদিন যতটুকু ভালবেসেছিলাম…
ততটুকু ভালবাসা শত তিক্ততার মাঝেও
আমি এখনও বাঁচিয়ে রেখেছি।
হাজার তারার ভীড়ে যখন তোমায় হারিয়ে ফেলি,
তখনও আমি আমাকে নিরাশ হতে দেইনা।
