রাত প্রায় ৪টা ভোঁর হতে বাকি আছে আর মাত্র একটি ঘন্টা,…
জানি না, এই এক ঘন্টা কিভাবে কাটবে???
আজকের রাতটা তো কেটেই গেল,… কাল কি হবে?
কতগুলা রাত আর আমাকে ঘুম ছাড়া পার করতে হবে?
অসহ্য লাগছে,… ফেসবুকের নীল-সাদা পৃস্টাগুল আর ভাল লাগছে না…।
অসহ্য,… তিক্ত,… বিরক্ত,… তার পরও অপেক্ষাই আছি জীবনের নতুন স্বপ্নের।