আজীবন কারাদণ্ড দেয়া হল ৪ বছরের শিশুকে!

শিশুকে আজীবন কারাদণ্ডে

 মিশরে ‘হত্যার অপরাধে’ চার বছরের একটি শিশুকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে একটি আদালত। যেসব ঘটনায় শিশুটিকে এ দণ্ড দেওয়া হয়েছে, ঘটনাগুলো ঘটার সময়ে শিশুটির বয়স ছিল মাত্র এক বছর। গত মঙ্গলবার আদালত এ রায় শোনাবার সময় সেখানে উপস্থিত ছিল না আহমেদ মনসুর কারমি নামের শিশুটি। চারটি হত্যাকাণ্ড, আটটি হত্যাকাণ্ডের চেষ্টা, একটি ভাঙচুরের অভিযোগ এবং সৈনিক ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়া- ‘এসব অপরাধের অভিযোগ প্রমাণিত’ হওয়ায় শিশুটির বিরুদ্ধে এ রায়। আর ঘটনাগুলো যে সময়ের, তখন শিশুটি ঠিকমতো কথা বলাও শেখেনি। হাঁটতে পারা কিংবা নিজের হাত ঠিকমতো ব্যবহার করতে পারারও ন্যূনতম বয়স…

Read More