সেই যে একদিন, ঘাস ফড়িংয়ের গান নিয়ে কথা। তুমি প্রশ্ন করেছিলে, ঘাস ফড়িংয়েরা গান করে কি? আমি বলেছিলাম, কখনো শুনিনি। হয়তো ডানা কাঁপার শব্দ, নয়তো বাতাসে ঘাসের গুঞ্জন, তোমার মনে আছে কি? হয়তো আছে, কিংবা নেই। আমার দিব্ব্যি মনে আছে, সেই যে মোশন ক্যামেরা, পোলারাইজিং ফিল্টার, সী বীচে তোমার ছবি তোলা। ফেড আউট! প্যানিং, আমার শৈশব, পুরোনো বাই সাইকেল, ধাবমান তোমার দূয়ারে। ফেড ইন! কাঁচের আড়ালে তুমি, স্যুটিং থ্রু দ্যা সারফেস। আমার বালক বেলার গান- ঘাস ফড়িংয়ের চপল নৃত্য, আবাল্য প্রেম, মথিত হৃদয়, ধূলায় ধূসর ধূলিপথ, বাঁশের সাঁকো, থর থর…
Read More