লক্ষ টাকা পুরুস্কারের বাংলাদেশের সর্ববৃহৎ ফুটবল অনলাইন কুইজ ২০১৪!

লক্ষ টাকা পুরুস্কারের বাংলাদেশের সর্ববৃহৎ ফুটবল অনলাইন কুইজ ২০১৪!

বিশ্বকাপ ফুটবলের প্রথম দিন থেকে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কমজগৎ ডট কম এর পরিচালনায় ও ই-সুফিয়ানা এর সৌজন্যে শুরু হয়েছে দেশের সর্ব বৃহৎ বিশ্বকাপ ফুটবল অনলাইন কুইজ প্রতিযোগিতা। টেকনিকাল সহজগিতায় BLACK iz IT। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী যে কেউ প্রতিদিন জিতে নিতে পারে আকর্ষনিয় সব পুরস্কার। সর্বোচ্চ স্কোর সংগ্রহকারী প্রথম পাঁচ জনের জন্য থাকছে ৫০০ টাকার মোবাইল রিজার্জ। এছাড়াও প্রতি সপ্তাহে সর্বোচ্চ স্কোর সংগ্রহকারী প্রথম দশ জনের জন্য থাকছে আকর্ষনিয় জার্সি এবং পেন-ড্রাইভ! দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ স্কোর সংগ্রহকারী প্রথম দশ জনের জন্য থাকছে মূল্যবান পুরুস্কার। এখানে ক্লিক করুন এবং অংশগ্রহন করুন দেশের সর্ববৃহৎ ফুটবল অনলাইন কুইজ game.comjagat.com

লক্ষ টাকা পুরুস্কারের বাংলাদেশের সর্ববৃহৎ  ফুটবল অনলাইন কুইজ ২০১৪!

প্রতিটি খেলা শুরু হওয়ার আগেই অনুমানের ভিত্তিতে উত্তর দেওয়ার মাধ্যমে কুইজে অংশগ্রহন করতে হবে। শুধুমাত্র একটি মেইল এবং একটি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি কুইজে অংশগ্রহন করতে পারবেন। কোন প্রকার রেজিস্ট্রেসন এর ঝামেলা নেই। অংশগ্রহন গ্রহন করার সময় আপনি যেই মোবাইল নাম্বার প্রধান করবেন তাতেই আপনাকে পুরুস্কারের টাকা প্রধান করা হবে। প্রতিদিন খেলা শেষে সর্বোচ্চ সঠিক উওর দাতা অনুসারে ছয় জন বিজয়ীর নাম ঘোষনা করা হবে এবং প্রথম পাঁচ জন কে পুরুস্কিত করে হবে।

game.comjagat.com

 

প্রতিদিন খেলা শেষে সর্বোচ্চ সঠিক উওর দাতা প্রথম পাঁচ জনকে যথাক্রমে ২৫০ টাকা, ১৫০ টাকা, ১০০ টাকা এবং পরবর্তি দুই জনকে ৫০ টাকা করে দেওয়া হবে। প্রতি পর্ব শেষে সকলেই সঠিক উত্তরের ভিত্তিতে নির্দিস্ট পয়েন্ট পাবে এবং সকলেরই পয়েন্ট লিডার বোর্ডে লিস্ট আঁকারে ধারাবাহিক ভাবে থাকবে। একই ইমেইল দিয়ে অংশগ্রহন করা প্রতিটি কুইজের পয়েন্ট যোগ হবে।

লক্ষ টাকা পুরুস্কারের বাংলাদেশের সর্ববৃহৎ  ফুটবল অনলাইন কুইজ ২০১৪!

সপ্তাহ শেষে সর্বোচ্চ পয়েন্ট অধিকারী প্রথম দশ জনের জন্য থাকছে আকর্ষনিয় জার্সি এবং পেন-ড্রাইভ। উল্লেক্ষ্য পুরুস্কার প্রেস কনফারেন্স এর মাধ্যমে দেওয়া হবে। এতে প্রতিযোগীর সশরীরে উপস্থিথ থাকতে হবে। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে খেলার শেষ পর্যন্ত সর্বোচ্চ স্কোর সংগ্রহকারী প্রথম দশ জনের জন্য থাকছে মূল্যবান পুরুস্কার। যথাক্রমে প্রথম জনের জন্য থাকছে ট্যাব, দ্বিতীয়া জনের জন্য থাকছে স্মার্ট ফোন, তৃতীয় জনের জন্য থাকছে ডিজিটাল ক্যামেরা। পরবর্তি সাত জনের জন্যও থাকছে আকর্ষনীয় এবং মূল্যবান পুরুস্কার।

লক্ষ টাকা পুরুস্কারের বাংলাদেশের সর্ববৃহৎ  ফুটবল অনলাইন কুইজ ২০১৪!

  • ফুটবল অনলাইন কুইজ ২০১৪ এ অংশগ্রহন করার নিয়মাবলীঃ

১। প্রতিটি খেলা শুরু হওয়ার আগে আপনাকে কুইজে অংশগ্রহন করতে হবে।
২। লীডার বোর্ডের মাধ্যমে আপনি আপনার পয়েন্ট তালিকা আঁকারে দেখতে পারবেন।
৩। খেলা শুরুর আগে অনুমানের ভিত্তিতে কুইজে অংশগ্রহন করুন।
৪। যেহুতু প্রেডিক্সন ভিত্তিক উত্তর তাই ফলাফল খেলা শেষ হওয়ার পর দেওয়া হবে
৫। প্রতিটি খেলা শেষে সর্বোচ্চ সঠিক উওর দাতা অনুসারে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
৬। প্রতিটি খেলায় ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
৭। প্রতি সপ্তাহের বিজয়ীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হবে।
৮। সর্বোচ্চ সঠিক উওর দাতা অনুসারে লটারির মাধ্যমে ৩ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষনা করা হবে।

লক্ষ টাকা পুরুস্কারের বাংলাদেশের সর্ববৃহৎ  ফুটবল অনলাইন কুইজ ২০১৪!

Related posts

Leave a Comment