( অন্ধ ব্যক্তিদের ছবি দেখাবে ফেসবুক ) জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুক এখন অন্ধ ব্যক্তিদের ছবি দেখানোর ব্যবস্থা করতে কৃএিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ফিচার আবিস্কার করেছে। প্রতিষ্ঠানটি চার এপ্রিল থেকেই এই প্রযুক্তিটির ব্যবহার শুরু করে। এই প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে অন্ধব্যক্তিরা বিভিন্ন আলোক চিএরের দৃশ্য চাক্ষুষ দেখার সুযোগ পাবে। এছাড়া ফেইসবুকের এই মেশিন লার্নিং প্রযুক্তিটি অন্ধব্যক্তিদের কাছে বিভিন্ন আলক চিএ এবং সে সকল চিত্রের বিস্তারিত বিবারণ তুলে ধরবে। অভিজ্ঞ বিশেষজ্ঞ, ‘ম্যাট কিং’প্রযুক্তি সম্বন্ধে তার একটি মতামতে বলেছেন যে, ফেইসবুকের ভিজুয়াল অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পেয়েছে। এছড়াও তিনি আরও বলেছেন, যে ফেইসবুকের…
Read More