১০০০ টন হীরা বৃষ্টিতে ঝরে পড়ে

১০০০ টন হীরা বৃষ্টিতে ঝরে পড়ে

সৌরজগতের দুই গ্রহ শনি আর বৃহস্পতির বুকে ঝরে পড়ে হীরা বৃষ্টি। জি নিউজ জানিয়েছে, সৌরজগতের দুই গ্রহ শনি আর বৃহস্পতির বুকে ঝরে পড়ে ডায়মন্ড বা হীরা বৃষ্টি!

১০০০ টন হীরা বৃষ্টিতে ঝরে পড়ে

বৃষ্টি মানেই আকাশ থেকে জলবর্ষণ, সঙ্গে কখনও কখনও ঝরে পড়তে পারে শিলাও। কিন্তু বৃষ্টির সঙ্গে হীরা ঝরে পড়ে_ এমনটি শুনেছেন কখনও? হ্যাঁ, সেখানে সত্যি সত্যি আকাশ থেকে হীরাই ঝরে পড়ে। তবে তা পৃথিবীতে নয়, এটি ঘটে সৌরজগতের দুই গ্রহ_ শনি আর বৃহস্পতির বুকে। সেখানে বৃষ্টিতে ঝরে পড়ে ডায়মন্ড বা হীরার টুকরো। বিজ্ঞানীরা জানান,

বৃষ্টিতে ঝরে পড়া সবচেয়ে বড় হীরার টুকরোটির ব্যাস হতে পারে এক সেন্টিমিটার পর্যন্ত।

ওই দুই গ্রহের বায়ুম ল বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন, সেখানে কার্বনের চকচকে কঠিন রূপ হীরা রয়েছে প্রচুর পরিমাণে। শনি ও বৃহস্পতি গ্রহের বায়ুম লে ব্যাপক মাত্রায় বজ্রপাত হয়, ফলে সেখানে থাকা মিথেন গ্যাস কার্বনে রূপান্তরিত হয়। এরপর সেগুলো কার্বনেরই দুটি ভিন্ন রূপ_ গ্রাফাইট ও ডায়মন্ড (হীরা) আকারে ঝরে পড়ে।

বিজ্ঞানীরা বলছেন, গ্রহ দুটিতে পাওয়া হীরার টুকরো আংটিতে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে হীরাগুলোকে কেটে নিতে হবে সুন্দরভাবে। এভাবে প্রতি বছর শনির বুকে প্রায় ১০০০ টন হীরা ঝরে পড়ে। হয়ত ভাবতে পারেন, পৃথিবীতে কেন এমন বৃষ্টি হচ্ছে না? তবে শনি কিংবা বৃহস্পতি গ্রহে যেতে পারলেই লাভবান হওয়া যাবে। অবশ্য এমন বৃষ্টিতে ছাতা নয়, ভিজতে হবে হাতে বাটি নিয়ে। জিনিউজ অবলম্বনে।

 

Related posts

Leave a Comment