ডিজিটাল মার্কেটিং এর ৬ কৌশল

প্রত্যেক সফল তার পেছনে পরিষ্কার মার্কেটিং কৌশল আছে যার মাধ্যমে ব্যবসাটা করা যায় অনেক কার্যকর ভাবে। দুর্ভাগ্যজনকভাবে অনেক ব্যবসায়ীরা ব্যবসার কৌশল সম্পর্কেই অবগত নয়। যার ফলে একটা সময় তার ব্যাবসা বন্ধ করে দিতে বাধ্য হয়।

11898789_492390167582470_3106132884248977168_n

আজ দুই প্রকার মার্কেটিং এর ৬ টি কৌশল দেখানো হলো।

ডিজিটাল মার্কেটিং এর ৬ টি অনন্য কৌশল-
১. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
২.সার্চ ইঞ্জিন মার্কেটিং
৩.সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন
৪.মোবাইল মার্কেটিং
৫. এফিলিয়েট মার্কেটিং
৬.ইমেইল মার্কেটিং

বিশ্বের বড় বড় মার্কেটাররা এই অনন্য কৌশলগুলো ব্যাবহার করে মার্কেটিং এর শীর্ষস্থানগুলো দখল করেছেন। চাইলে আপনিও দেখে নিতে পারেন এই কৌশলগুলো ।

Related posts

Leave a Comment