মোবাইল অ্যাপস এর মাধ্যমে পড়ুন বাংলা কৌতুক

মোবাইল অ্যাপস এর মাধ্যমে পড়ুন বাংলা কৌতুক

ইন্টারনেটের সহজলভ্যতার কারণে স্মার্টফোন ও অ্যাপসের ব্যবহার বাড়ার পাশাপাশি এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপস বা অ্যাপ্লিকেশন। এসব অ্যাপসস্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়। এর মধ্যে যোগ হলো বাংলা কৌতুক।

মোবাইল অ্যাপস এর মাধ্যমে পড়ুন বাংলা কৌতুক

প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে দেশীয় ডেভেলপাররা নানা কাজের জন্য প্রতিনিয়ত বাংলাভাষায় অ্যাপস তৈরি করছেন।

এর অংশ হিসেবে বাংলা কৌতুক নিয়ে Bangla Jokes Archive নামের মোবাইল অ্যাপস তৈরি করেছে মিডিয়া টেক্সট কমিউনিকেশন। বাংলাদেশের প্রচলিতজোকসগুলো স্থান পেয়েছে এই অ্যাপসে। এছাড়াও রয়েছে খেলাধুলা, ছাত্র-শিক্ষক, রাজনীতি, ডাক্তার-রোগী, পড়াশোনাসহ নানা বিষয় নিয়ে বাংলা কৌতুক, ছবি ওভিডিও। অ্যাপস ছাড়াও www.banglajokes24.com ঠিকানা থেকে এসব বাংলা কৌতুক পড়া যাবে।

মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম জানান, এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেস্মার্টফোন আরো শক্তিশালী ডিভাইসে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোন এখন বিনোদনের সঙ্গী হিসেবেও কাজ করছে। ব্যবহারকারীদের বিনোদন আরো একটুবাড়িয়ে দিতেই এই বাংলা কৌতুক এর অ্যাপসটি তৈরি করা হয়েছে।

মাত্র ১.৪ মেগাবাইট সাইজের এই বাংলা কৌতুক এর অ্যাপস banglajokes24.com/apps ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। আপাতত অ্যাপসটি অ্যানড্রেয়েট অপারেটিং সিস্টেমেব্যবহার করা যাচ্ছে।

Related posts

Leave a Comment