ভারতে ২৫১ রুপিতে স্মার্টফোন বিক্রির ঘোষণা এক সপ্তাহ আগের। মূলত দেশটির নিম্নআয়ের লোকদের কাছে ফোনসেট সহজলভ্য করতেই এ উদ্যোগ নিয়েছেন নদীয়ার একজন ব্যবসায়ী মোহিত গোয়েল।
তবে এতে হিতে বিপরীত হতে শুরু করেছে। ২৫১ রুপিতে মোবাইল ফোন বিক্রির ঘোষণা দেওয়ার পর নদীয় তার দুইতলা বিশিষ্ট একটি ভাড়া করা অফিসে প্রতিদিন পুলিশ ও আয়কর বিভাগের লোকদের স্রোত বয়ে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনীর সন্দেহ, এত কম টাকায় কীভাবে ফোন বিক্রি করা সম্ভব। নিশ্চয় এখানে কোনো ঘাপলা আছে।
তবে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা গোয়েল জোর দিয়ে জানান, এখানে কোনো ঘাপলা নেই। কোনো ধরনের অসৎ উপায়ও তার নেই। তিনি শুধু পানির দরে ফোনই বিক্রি করবেন না, প্রতি ফোনে ৩১ টাকা লাভও করবে।
টাইমস অব ইন্ডিয়াকে সোমবার দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সরকারের প্রতি তিনি প্রশ্ন বলেন, ‘’কেন আমাকে জ্বালাতন করা হচ্ছে। আমি কি ভুল করেছি?’’
রিংগিং বেলসের নামের ওই প্রতিষ্ঠানের পরিচালক তার নতুন পরিকল্পনা কোনো অবৈধ কার্যক্রম নয় বলে দাবি করেন। এপ্রিলের ১৫ তারিখের মধ্যেই ভোক্তাদের হাতে তাদের তৈরি করা ফোনটি পৌঁছে দেওয়া শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ তরুণ উদ্যোক্তা।
পুলিশ ও আয়কর বিভাগের পাঁয়চারির বিষয়ে তিনি বলেন, ‘’’আমার ও আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি আয়কর ফাঁকির কোনো মামলা আছে? কোনো থানায় কি আমার বিরুদ্ধে এজাহার দায়ে করা হয়েছে? কেন আমাকে ভাগোরা (যারা টাকা নিয়ে ভাগেন) ভাবা হচ্ছে? আমি একটি বৈধ ব্যবসায় নামতে যাচ্ছি, যেটার কাজ শুরু হয়ে গেছে। আমার একটি ব্যবসা পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।‘
গত ১৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা ভারতে ২৫১ রুপিতে স্মার্টফোন বিক্রি করবে। বিশ্ব ইতিহাসে এত কম দামে ফোন বিক্রি করার রেকর্ড নেই।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, ওই ঘোষণা দেওয়ার পর ফোন কিনতে তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সাত কোটি মানুষ নিবন্ধন করেছে।
এর আগে ভারতের বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠা টাটা গ্রুপ বিশ্বের সবচেয়ে কম দামের ন্যানো গাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছিল। প্রথমে সেটার প্রতি মানুষের ব্যাপক আগ্রহও ছিল। কিন্তু পরে ওই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এখন দেখার বিষয় মোবাইলের ব্যাপারে কী হয়।