দীর্ঘজীবী ফরাসি যমজ

france older twins

১০৪ বছর বয়সী পাউলেত্তে অলিভিয়ার এবং সিমন ফ্রান্সের সবচেয়ে দীর্ঘজীবী যমজ বোনের স্বীকৃতি পেয়েছেন।

france older twins
france older twins

১৯১২ সালের ৩০ জানুয়ারি লিমেরের এক গ্রামে দর্জি মায়ের গর্ভে তাদের জন্ম। পেশায় পাউলেত্তে ছিলেন একজন হেয়ার ড্রেসার। প্যারিস ছাড়াও হেয়ার  ড্রেসার হিসেবে কাজ করেছেন আলজেরিয়ায়। ৩৬ বছর বয়সে স্বামী হারান তিনি। আর পেশায় দর্জি সিমন স্বামী হারান ৬৪ বছর বয়সে। তাদের একমাত্র ভাই ৯৯ বছর বয়সে দুর্ঘটনায় মারা যান। তবে বর্তমানে দুই বোনের অলস সময় কাটে। চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন। একই বাড়িতে সময় কাটে তাদের কারণ একে অন্যকে না দেখে থাকতে পারেন না তারা।
মজার বিষয় হলো, যে তারিখে তাদের ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল, তার আগেই জন্ম হয় সিমন ও পাউলেত্তের। জন্মের সময় সিমনের ওজন ছিল মাত্র এক কেজি।  তখন ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু কপাল গুণে এখনও বেঁচে আছেন।

কিন্তু তাদের দীর্ঘজীবী হওয়ার রহস্য কী? এ ব্যাপারে তারা সাংবাদিকদের বলেন, ‘এখনও বেঁচে আছি কারণ আমরা একসঙ্গেই থাকি। দু’জনে আলাদা রুমে থাকলেও খুবই কাছাকাছি থাকি। সুযোগ পেলেই দুই বোন আড্ডায় মেতে উঠি।’

যে যুদ্ধে সাপ ছিল সামরিক অস্ত্র!
ভিন্ন খবর

Related posts

Leave a Comment