স্বপ্নের শহর দুবাই, ঘড়ে বসেই ঘুরে আসুন

রুভূমির চেহারা

পৃথিবীর প্রায় সকলের মাঝে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুপ্ত প্রতিভা থাকে।  কম-বেশি সবার মাঝে নিজের দেশ পাড়ি দিয়ে পৃথিবীর অন্যান্য দেশের সুন্দর স্থানের ভ্রমণ করার স্বপ্ন জাগে। ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের অন্যতম মূল আকর্ষনের দেশ দুবাই । এযেন এক স্বপ্নের দেশ। প্রযুক্তি বদলে দিয়েছে মরুভূমির চেহারা।

স্বপ্নময় এক দেশ দুবাই (Dubai) অনেকের জীবনে একবার হলেও দুবাই (Dubai) ভ্রমণের ইচ্ছা জাগে।  দুবাই (Dubai) ধনী দেশের মধ্যে অন্যতম। সেখানে তৈরি হওয়া প্রতিটি স্থাপত্য পৃথিবী বিখ্যাত হয়। তাদের স্থাপত্য শৈলী সকলের প্রশংসা পাবার যোগ্য।

 

ভিডিওটিতে উন্নত দুবাই, ঘড়ে বসেই ঘুড়ে আসতে পারেন স্বপ্নের দেশ দুবাই! (দেখুন এখানে)

 

 

তাদের তৈরিকৃত ভবনের পাশাপাশি ভবনের সামনের ঝর্ণাও কিন্তু অসাধারণ। এসকল ঝর্ণা দেখলে আপনার এখনি একবার দুবাই ভ্রমণে যাবার ইচ্ছা হবে। তাদের প্রতিটি ঝর্ণাতে বিভিন্ন আলোর ব্যবস্থার পাশাপাশি পানি প্রবাহের ধরনও ভিন্ন হয়। ঝর্ণার পানির প্রবাহ দেখলে আপনি স্বপ্নময় জগতে চলে যাবেন।

 

 

বিশ্বের সবচেয়ে বড় নৃত্যের ঝর্ণা বুর্জ খলিফায় অবস্থিত। সেই ঝর্ণার একটি চিত্র নিম্নে দেওয়া হল।

 

 

উন্নতমানের গাড়ির ছাড়াছরি, শুধু তাই নয় দুবাই বিশ্বের একমাত্র দেশ যে দেশের পুলিশেরাও ব্যাবহার করে উন্নত মানের রেশিং কার।

দুবাই এর উন্নত মানের একটি হোটেলের ইন্টরিয়র।

 

আর্টিকেলটি  পুর্বে “Dubai – সত্যি যেন এক স্বপ্নের দেশ, মদ্ধপ্রচ্চের মধ্যে এক অপূর্ব নগরী” নামে প্রকাশিত হয়েছে  EBIZ NEWS – ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এ। দুবাই সম্পর্কিত আরও তথ্য জানা থাকলে অবশ্যই মন্তব্যে শেয়ার করবেন। অথবা অন্য যে কোন তথ্য জানতে মন্তব্য করতে পারেন।

 

Related posts

Leave a Comment