অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনিও আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই। আর তা হল- ভিডিও সেয়ারের মাধ্যমে আয় বা ভিডিও ব্লগিং।
বাংলদেশেও ভিডিও ব্লগিংটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে ইউটিউবে ভিডিও ব্লগিং করার জন্য সব সময়ই আপনার ইউনিক ভিডিও ও সাউন্ড তৈরি করতে হবে, ভিডিওর টপিক সম্পর্কে ভালো কিওয়ার্ড রিসার্চ এবং ভিডিওটি সুন্দর ভাবে ডেসক্রাইব করার জন্য ভালো আর্টিকেল রাইটিং জ্ঞান থাকা জরুরি। বেশী ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়া বুকমারকিং জানাটা জরুরি। ভিডিও ইডিটিং জানা থাকলে তো আরও ভালো। এই সম্ভাবনাকে সামনে রেখে BLACK iz IT Institute শুরু করছে ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্স। BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও ইডিটিং কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন । অনলাইনে রেজিস্ট্রেশন করতে আমাদের ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেসন পেজে গিয়ে নির্দিস্ট ইন্সট্রাকশন ফলো করুন এবং পরিপুর্ন ভাবে ফর্ম ফিলাপের পর সাবমিট করুন। অথবা ফোন করতে পারেন ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও ইডিটিং কোর্সটি মূলত তিনটি ভাগে ভাগ করা হবে। প্রথম ধাপে থাকছে ইউটিউব, দ্বিতীয় ধাপে থাকছে ভিডিও ইডিটিং এবং তৃতীয় ধাপে থাকবে এসইও। আলোচ্য তিনটি ধাপে যা যা থাকবে তা নিম্নে বর্ননা করা হলঃ
ইউটিউব চ্যানেলঃ
• কেন ইউটিউব কে আয়ের জন্য পছন্দ করবেন।
• ইউটিউব এবং ইউটিউব চ্যানেল এর পরিচিতি।
• ইউটিউব এ ভিডিওর মাধ্যমে আয়ের উপায় সমূহ।
• ইউটিউব অ্যাকাউন্ট এবং চ্যানেল তৈরির উপায়।
• ইউটিউব চ্যানেলের ইন্ট্রো কিংবা ভিডিও ইন্ট্রো তৈরি।
• সার্চ ইজিন ফ্রেন্ডলি স্ট্রং ইউটিউব চ্যানেল এবং ভিডিও তৈরি।
• ইউটিউব ভিডিও অপটিমাইজেশন এবং ভিডিও মার্কেটিং।
• এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপ্সন এবং ম্যাজিক ভিডিও টাইটেল।
• ইউটিউব ভিডি মনিটাইজ এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট।
• ব্লগস্পট ব্যবহার করে নিজের একটি ওয়েব সাইট বানানো।
• নিজের ব্লগস্পট সাইটে গুগোল অ্যাড-সেন্স নেওয়া।
ভিডিও ইডিটিংঃ
• ভিডিও ইডিটিং ইন্ট্রোডাকসন এবং ভিডি ইন্ট্রো ডিজাইন।
• ভিডিও ইডিটিং এর ভিজুয়াল এবং ওডিও ইফেক্ট।
• স্মার্ট ফুটেজ ডিটেকশন এন্ড ভিডিও ক্যাপ্সন সেটিং।
• ভিডিও ইডিটিং ফিল্টার এবং রিটাচিং ইফেক্টস ।
• স্ক্রিন ক্যাপচার ভিডিও টিউটরিয়াল মেকিং।
• টেক্সট, ফিল্টার ইফেক্ট, স্ক্রিন ডিটেকশন ট্যাবিলাইজেসন।
• প্রিমিয়াম ভিডিও ইফেক্ট এবং বিভিন্ন ফরম্যাটে ভিডিও এডিটিং
• ফ্রেম বাই ফ্রেম প্রভিউ, স্পিড কন্ট্রোল, প্লে ইন রিভার্স।
• ওডিও সেপারেসন, অটো এনহেঞ্চ এবং আরও অনেক…।
ভিডিও অপটিমাইজেশনঃ
• ভিডিও মেকিং কনসেপ্ট এন্ড কিওয়ার্ড রিসার্চ ।
• ট্রেন্ড ভিডিও এবং গুগোল এডওয়ার্ড এর ব্যাবহার।
• থাম্বনেইল ডিজাইন এন্ড ফটো ডিজাইনিং এন্ড ইডিটিং।
• স্লাইড ভিডিও মেকিং এন্ড ডিজাইনিং।
• ইউটিউব এন্ড সার্চ ট্রেন্ড এর ব্যবহার।
সফটওয়্যার এন্ড টুলসঃ
• ওয়ান্ডার সেয়ার
• ফিলমোরা
• ফটোস্কেপ
• ইউটিউব ভিডিও ইডিটর
• পাওয়ার পয়েন্ট
• গুগোল এডওয়ার্ড
• গুগোল অ্যানালিস্টিক
• গুগোল ট্রেন্ড
কোর্সটি সম্পর্কে আরও কিছু তথ্যঃ
• উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা।
• প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড লেকচার শীট।
• উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
• কোর্স পরবর্তি সময়ে সারা জীবন সাপোর্ট।
• স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
• শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়।
• হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
• প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
• ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।

ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
ভর্তির জন্য প্রত্যেককে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অথবা সরাসরি অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা (১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭)। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে আপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এখানে ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

ক্লাস সম্পর্কিত কিছু তথ্যঃ
- মোট ক্লাস সংখ্যাঃ ২০টি। (৩ মাস)।
- ক্লাসের দিনঃ প্রতি শুক্রবার-শনিবার ক্লাস (সপ্তাহে দুদিন)
- মোট আসন সংখ্যাঃ ১৫ জন। (প্রতি ব্যাচে)
- কোর্স এবং রেজিস্ট্রসন ফিঃ ৭,০০০
YouTube থেকে আয় – ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্স
অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনিও আয় করতে পারবেন কয়েকটি বিশেষ উপায়ে। ভিডিও তৈরি করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন। তবে আপনি কেন পারবেন না? ইউটিউবে ভিডিও ব্লগিংয়ের সব চেয়ে ভালো দিক হচ্ছে, প্রথম দিন থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যায়। এখানে আপানর মার্কেটপ্লেস গুলোর মত বিট করে কাজের জন্য অপেক্ষা করতে হয় না। বর্তমানে প্রচলিত অনলাইন মার্কেটিং এর মধ্যে ভিডিও মার্কেটিং সবচেয়ে বেশি জনপ্রিয়। অনলাইনে টাকা আয়ের যতগুলো পথ আছে তারমধ্যে সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি হলো ইউটিউব মার্কেটিং। ইউটিউব এমন একটি মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনি এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং সহ অন্য যেকোনো ধরনের মার্কেটিং করতে পারবেন। বাংলাদেশেও শত শত মার্কেটার আছেন যারা শুধু ইউটিউব মার্কেটিং করে মাসে হাজার ডলার আয় করছেন। BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং কোর্সটিতে জয়েন করে, খুব অল্প দক্ষতা, সামান্য একটু কৌশল, প্রতিদিন নিয়মিত কাজ করে যাওয়া – এতটুকু হলেই ইউটিউব মার্কেটিং করে অনায়াসে অনলাইনে আপনিও সফল হতে পারেন।
এছাড়াও বিভিন্ন পণ্যের ভিডিও রিভিউ দিয়ে বা বিভিন্ন এ্যাডভারটাইজিং ভিডিওর মাধ্যমে আয় করা যায়। এছাড়া ভিডিওর ডিসক্রিপশনে বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংক দিয়ে দিতে পারেন। কোন পণ্য বিক্রয় হলেই আপনি টাকা পাবেন। তাছাড়া আপনি যদি সুন্দর একটা নামের বা ভালো কী-ওয়ার্ডের চ্যানেলের মালিক হন তবে সেটা পরে বিক্রি করে দিতে পারেন। অনেকেই আছে যারা টার্গেটেড কিওয়ার্ডের বা সুন্দর নামের চ্যানেল ক্রয় করে থাকেন। যদিও ইউটিউব অফিসিয়ালি এটা সাপোর্ট করে না কিন্তু তার পরেও হয়। তবে এটা সময় সাপেক্ষ। মোট কথা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন জনপ্রিয় ভিডিও তৈরী করতে পারেন, তাহলে আপনিও ইউটিউব থেকে আয় করতে পারেন বেশ কয়েক হাজার হাজার টাকা ।
আরও কিছু তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
- ইমেইল : mmenafa@gmail.com, info@black-iz.com
- ফেসবুক গ্রুপ : http://www.facebook.com/groups/blackiz.itinstitute/
- ফেসবুক ফ্যানপেজ : http://www.facebook.com/blackizitinst/
- ফেসবুক ইভেন্ট : http://www.facebook.com/events/279421995547464
- ওয়েব-সাইট : http://www.inst.black-iz.com
- কিছু ছাত্রদের মতামতঃ http://opinion.black-iz.com/
- আমাদের তৈরি ওয়েব সাইটের তালিকাঃ http://web.black-iz.com/
- ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCq0vvig4oCR5d7wwgkWEdVQ/videos
- গুগোল পেজঃ https://plus.google.com/117776610484405499942
নিম্নের সুযোগ সুবিধাগুলো সীমিত, এই সকল সুবিধা শুধুমাত্র প্রথম ব্যাচ বা প্রথম ৩০ জনের জন্য দেওয়া হবে। পরবর্তি সকলকে এর নির্দিস্ট মুল্য পরিশোধ করে নিতে হবে।
- বইঃ SEO এর উপর লিখা BLACK iz IT Institute এর একটি বই “the art of SEO”।
- শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় এবং প্রত্যেকটি কাজই হাতে কলমে করে দেখানো হবে।
- অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং টুলস।
- পিডিএফঃ ইউটিউব এবং ভিডিও এডিটিং এর উপর লিখা ১০ টি বই এর পিডিএফ কপি।
- ক্লাস নোটঃ প্রায় প্রতিটি ক্লাসের সিট চিত্র সহ (কালার) প্রিন্ট করে দেওয়া হবে।
অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭
• BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ
১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।
অনলাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html