অনলাইনে আয়ের নতুন মাধ্যম : ইউটিউব ব্লগিং

ইউটিউব ব্লগিং : অনলাইনে আয়ের সবচেয়ে শহজ এবং প্রথমদিনেই আয় সুরু হয় যেখানে ।

অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব থেকে আয় একটি জনপ্রিয় উপায় । বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকেও আপনি আয় করতে পারবেন কইয়েকটি বিশেষ উপায়ে । ভিডিও তৈরী করে অনেকেই ইউটিউব থেকে আয় করছেন । তবে আপনি কেন পারবেন না।
অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নাই। আর তা হল- ভিডিও সেয়ারের মাধ্যমে আয় বা ভিডিও ব্লগিং ।এই প্রথমবারের ফরবস্‌ তাদের ম্যাগাজিনে প্রকাশ করলো সেরা ১০ জনের তালিকা যারা ইউটিউব থেকে প্রতি মাসে মিলিয়ন ডলার আয় করছে। চলুন জেনে নেই তাদের পরিচয়।

“PewDiePie” যিনি সবার উপরে অবস্থান করছে। প্রতিমাসে ইউটিউব থেকে সে আয় করে $১২ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে আছেন “Smosh ” যার আয় প্রতি মাসে $৮.৫ মিলিয়ন। তৃতীয় অবস্থানে আছে “fine brothers” এরাও সম্মিলিত ভাবে $৮.৫ মিলিয়ন আয় করে। “Lindsey Stirling” জেকিনা $৬ এরপর “KSI” $৪.৫ এবং “Michelle Phan” আয় করে প্রায় $৩ মিলিয়ন ডলার।

বাংলদেশেও ভিডিও ব্লগিংটা বেস জনপ্রিয় হয়ে উঠছে এর প্রমান সালমান মুকতাদির । আমাদের দেশে ওর চ্যানেল “সালমান দা ব্রাউন ফিস” সম্ভবত শবচেয়ে বেসি ভিউ পাচ্ছে এবং আর্ন করছে ।
তবে ইউটিউবে ভিডিও ব্লগিং করার জন্য সব সময়ই আপনার ইউনিক ভিডিও ও সাউন্ড তৈরি করতে হবে, ভিডিওর টপিক সম্পর্কে ভালো কিওয়ার্ড রিসার্চ এবং ভিডিওটি সুন্দর ভাবে ডেসক্রাইব করার জন্য ভালো আর্টিকেল রাইটিং জ্ঞান থাকা জরুরি । বেসি ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়া বুকমারকিং জানাটা জরুরি । টুকটাক ভিডিও এডিটিং জানা থাকলে তো আরও ভালো । ইউটিউবে ভিডিও ব্লগিংয়ের সব চেয়ে ভালো দিক হচ্ছে, প্রথম দিন থেকেই আপনার ইনকাম সুরু হয়ে জায় । এখানে আপানর মার্কেটপ্লেস গুলর মত বিট করে কাজের জন্য অপেক্ষা করতে হয় না ।
কি মনে হয় পারবেন না ইউটিউব ব্লগিং করে আয় করতে ?

ইউটিউব আর্নিং এর উপর ডিটেইল টিউটোরিয়াল সহ সেয়ার করব দ্রুতই । সাথেই থাকুন । এই সম্পর্কিত যেকোন ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা, অভিযোগ জেকন কিছু যানতে  নক করতে পারেন আমার ফেসবুক প্রফাইলে (Imtiyaz Bin Ahmed)  ।    

Related posts

Leave a Comment