ঢাকা: স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ডিজিটাল ক্যামেরা কত কিছুই না আছে মানুষের সাথে সম্পর্ক করার জন্যে। এগুলোর মাধ্যমে প্রেম করাও যেমন সহজ আবার প্রেমিক বা প্রেমিকার সাথে প্রতারণা করলেও তা ধরা তেমনই সহজ।

সম্প্রতি একটি জরিপে এমন একটি তথ্য উঠে এসেছে যাতে দেখা যাচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, স্নাপচ্যাট, আইম্যাসেজ, ম্যানিথিং তথা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই প্রতারক প্রেমিক-প্রেমিকারা ধরা পড়ছে।
অনেকে আবার বিভিন্ন ডেটিং সাইটে জড়িয়ে পড়ে নিজের সঙ্গী বা সঙ্গিনীর কাছে ধরা পড়ছেন। আর এগুলোর মাধ্যমেই তৈরি হচ্ছে সন্দেহ। আর সন্দেহের জেরেই শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার সম্পর্ক।
আগের মত এখন আর কারও প্রতি সন্দেহ হলে তা প্রমাণের জন্যে তার পেছন পেছন ঘুরে বেড়াতে হয় না। তার সোশ্যাল নেটওয়ার্র্কিং সাইট ব্যবহারের প্রতি নজর রাখলেই ধরা পড়বে আসলে সে কী করছে না করছে।