আপনার বৈশাখী স্পেশাল

আপনার বৈশাখী স্পেশাল

আর মাত্র কদিন আছে চৈত্র মাসের। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন নিশ্চয়ই, বৈশাখী উৎসব শুরু হলো বলে। কিন্তু ত্বকের কালো ছোপ কিংবা রুক্ষ চুল যেন উৎসবের আমেজের সঙ্গে একদমই যাচ্ছে না!এখনই নিন প্রস্তুতি। বৈশাখের শুরুতেই হয়ে উঠবেন সুন্দর, সজীব।

এই গরমে রোদে পুড়ে ত্বকে ছোপ পড়ে গেছে অনেকেরই। আবার ঠোঁট কালচে হয়েছে, কারও রাতে ঘুম না হওয়ার ফলে চোখের নিচে পড়েছে দাগ। কেউ ভুগছেন ব্রণের দাগের সমস্যায়। হাতের কনুই কিংবা পায়ের হাঁটুর ত্বকও হয়ে উঠেছে বর্ণহীন।আবার হাত-পায়ের আঙুলও হতে পারে অনুজ্জ্বল। তাঁরা ঘরে বসেই যদি নিয়মিত রূপচর্চা করতে পারেন, তবে বৈশাখের আগেই ফিরে পাবেন লাবণ্য। এর জন্য কিছু উপায় বাতলে দিলেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

চোখের কালি
শসা ও আলু কুচি করে চোখের ওপর কিছুক্ষণ রাখতে পারেন। এ ছাড়া লাল আঙুরের রসও চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে।
মুখ ও হাত-পায়ের ত্বকে

কালচে ঠোঁট
মধু এবং গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে ব্লেন্ড করে ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর আঙুল দিয়ে ঘষে তুলে ফেলুন। বেশ কয়েক দিন এভাবে করলে ঠোঁটের কালো আবরণ আস্তে আস্তে উঠে যাবে। এ ছাড়া বাজারে লিপ এনহ্যান্সমেন্ট পাওয়া যায়, প্রতি রাতে তা ব্যবহার করতে পারেন।

ত্বকের কালো দাগ
ত্বকের কালো দাগ বা পোড়া ভাব দূর করতে তিন ধাপ অবলম্বন করতে হবে। প্রথমে কোনো ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করে ত্বক নরম নিতে হবে। ক্রিমের পরিবর্তে লোশন অথবা পেট্রোলিয়াম জেলিও ব্যবহার করা যাবে। দ্বিতীয়ধাপে ত্বকে হালকা ভাপ দিতে হবে। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ত্বকে চেপে চেপে ধরুন, ভাপের কাজ হয়ে যাবে । শেষ ধাপে চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মসুর ডালের বেসন, সামান্য লেবুর রস এবং টক দইয়ের মিশ্রণ ত্বকে লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করুন। ম্যাসাজ করতে সময় নিন ১০-১৫ মিনিট। পানি দিয়ে ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। মিশ্রণটি একই সঙ্গে স্ক্রাবার ও প্যাকের কাজ করে। সপ্তাহে দুই-তিন দিন নিয়মিত এভাবে চর্চা করলে কালো দাগ দূর হবে।
চুলের যত্ন
রুক্ষ চুলের যত্ন কীভাবে নিতে হবে তা-ও বলে দিলেন আফরোজা পারভীন। চুলে তেল ম্যাসাজ করে টকদই, পাকা কলা, পাকা পেপে ও মধুর মিশ্রণ ব্যবহার করতে হবে সপ্তাহে এক-তিন দিন। এই প্যাকটি চুলে পুষ্টি জোগায়। তাই শুধু রুক্ষ নয়, যেকোনো ধরনের চুলের জন্য প্যাকটি উপযোগী।

আরও জানতেঃ

Related posts

Leave a Comment