অবশেষে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ২০১৫ সফর শেষে দেশে ফিরলেন ভারতীয় দলের অন্যতম সদস্য বিরাট কোহলি। বিরাট কোহলির সাথে ফিরেছেন তার প্রেমিকা বলিউেডর হট তারকা অনুশকা শর্মাও। তবে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের হার এবং বিরাটের খারাপ পারফরমেন্স-এর পর যেভাবে প্রায় অধিকাংশ ভারতীয় হট তারকা আনুশকাকেই দায়ী করছিলেন, তাতে স্বাভাবিকভাবেই মনে হয়েছিল বিরাট-আনুশকার সম্পর্কে হাল্কা হলেও হয়তো কিছুটা ফাটল দেখা দিতে পারে।
কিন্তু বিরাট-আনুশকার যখন শনিবার বিমানবন্দরে নামলেন, তখন দেখা গেল দুজনে একে অপরের হাত আরও শক্ত ভাবে ধরে রয়েছেন। এর থেকে পরিস্কার সাম্প্রতিক ঘটনা তাদের মধ্যে সম্পর্কে কোনো ফাটল তো ধরাতেই পারেনি, বরং তা আরও গভীর, দৃঢ় করেছে। মুম্বাই বিমানবন্দরে বিরাট-আনুশকার এই ছবিটি হয়তো সোশ্যাল মিডিয়ায়ে সম্প্রতি ছড়িয়ে পড়া সমস্ত ব্যঙ্গ-বিদ্রুপের পরিস্কার জবাব।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এবিপি আনন্দ