নতুন এন্ডুয়েড ফিচার নিয় আসছে গুগল

অন বডি ডিটেকশন’ নামে নতুন একটি অ্যান্ড্রয়েড ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারের মূল উদ্দেশ্য, যদি ব্যবহারকারী নিজের ফোনটি কোথাও ফেলে যান সেক্ষেত্রে অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তির কাছে সেটির হস্তান্তরিত হলে যেন অপব্যবহার না ঘটে।

এক্ষেত্রে নতুন এই ফিচারের সুবিধা হচ্ছে, স্মার্টফোনটি ব্যবহারকারীর কাছে থেকে দূরে সরলেই নিজে থেকেই স্মার্টফোনটি লক হয়ে যাবে। ফোনের মালিকের নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না ফোনটি। আনলক করা অবস্থায় যদি ফোনের মালিক নিজে থেকে কাউকে ফোনটি দেন এটি ততক্ষণ আর লক হবে না যতক্ষণ না সেটি আবার মালিকের হাতে বা পকেটে ফিরে আসে।

স্মার্টফোনটি ব্যবহারকারীর হাতে না পকেটে, তা বুঝে স্মার্টফোনটিকে লক বা আনলক করবে নতুন এই ফিচার। স্মার্টফোনের অ্যাকসিলোরমিটারটির ওপর নির্ভর করে এই ফিচারটি নিজে থেকেই বুঝে নেবে ফোনটি মালিকের হাতে আছে না পকেটে। আর সে অনুযায়ী তালা ঝোলাবে স্মার্টফোনের পর্দায়।

ফোনের মালিক যখন একবার ফোনটি আনলক করবেন, এটি ততক্ষণই আনলক থাকবে যতক্ষণ সেটি মালিকের হাতে বা পকেটে থাকবে।

অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ ও তার আপগ্রেড ভারসনের স্মার্টফোনের জন্য গুগল শিগগিরি নিয়ে আসছে ‘অন বডি ডিটেকশন’ ফিচারটি।google_logo

Related posts

Leave a Comment