এলো গুগলের নতুন ই-মেইল সেবা ‘ইনবক্স’

সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগলের নতুন ই-মেইল সেবা ‘ইনবক্স’ চালু হয়েছে। নতুন এই সেবা ব্যবহার করে গ্রাহকরা সহজেই মেইল আদান-প্রদানসহ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরণ করতে পারবেন।

এলো গুগলের নতুন ই-মেইল সেবা ‘ইনবক্স’
এলো গুগলের নতুন ই-মেইল সেবা ‘ইনবক্স’

শুরুতে নির্দিষ্ট সংখ্যক গ্রাহক এ নতুন সেবাটি ব্যবহারের সুযোগ পাবেন। শিগগিরই ইনবক্সের সেবা সকলের জন্য চালু করা হবে।

গুগল জানিয়েছে, জিমেইল টিমের সদস্যরাই ইনবক্সের নির্মাতা। সেবাটি সম্পূর্ণ নতুন, আলাদা একটি সেবা।

ইনবক্সের পাশাপাশি পূর্বের জিমেইল সেবাও চালু থাকবে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা আপাতত নতুন সেবাটি ব্যবহার করতে পারবেন।

এতদিন নিজস্ব ইমেইলের মাধ্যমে সেবা দিয়েছে গুগল। বর্তমানে জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অন্য মেইল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিলে জিমেইল ব্যবহার করেন না এমন ব্যবহারকারীরাও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারে উৎসাহিত হবেন।

Related posts

Leave a Comment