বাংলাদেশ কোচে সেরা দল না পাওয়ার হতাশা

বাংলাদেশ কোচে সেরা দল না পাওয়ার হতাশা

সেরা কোচ না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে। তিনি মনে করেন, যথেষ্ট বিকল্প থাকলে বিশ্বকাপে বাংলাদেশের গল্পটা আন্নরকম হতে পারত।

বাংলাদেশ কোচে সেরা দল না পাওয়ার হতাশা

বাংলাদেশের বিশ্বকাপের শেষ দল ঘোষণার পর হাথুরুসিংহসে বলেসেন, সব সময় চাওয়া শতভাগ খেলোয়াড়কে পাওয়া যায় না। যাদের দলে
পেয়েছেন, তাদের নিয়েই লক্ষ্য পূরণের চেষ্টা করবেন। তবে এটা তার প্রত্যাশিত সেরা স্কোয়াড ছিল না বলেই জানান হাথুরুসিংহে।

সোমবার সিডনিতে হাথুরুসিংহে সাংবাদিকদের বলেন, “জানা কথা, এটা আমাদের সেরা কোচ ছিল না। আপনারা সবাই জানেন, আমি কয়েকটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট ছিলাম না।” স্কটল্যান্ড আফগানিস্তান, ও ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলেণ বাংলাদেশর টাইগাররা। কোয়ার্টার-ফাইনালে বিদায় নেয়া দলটি যথেষ্ট বিকল্প খেলোয়াড় পেলে আরো ভালো করতো বলে মনে করেন হাথুরুসিংহে। “আমি একজন বা সবাইকে নিয়ে কথা বলছি না। আমি ১৫ জনকে নিয়ে বলছি । আমাদের যদি অনেক বিকল্প থাকত, তাহলে গল্পটা ভিন্ন হতে পারত।” পারফরম্যান্সের জন্য জবাব দিতে হয় দলের কোচকেই। তাই দল নির্বাচনে কোচের একটা বক্তব্য থাকা উচিত বলে মনে করেন হাথুরুসিংহে। তবেবিসিবির কাছে কখনও দল নির্বাচনে তার বক্তব্য দাবি থাকার তোলেননি বলেও তিনি জানান ।

 

*ক্রিকেট সম্পারকিত আরও কিছু নিউজ পড়তে কিলিক করুন

Related posts

Leave a Comment