কুমারিত্ব ৩৫ বছর পর্যন্ত ধরে রাখলেই পাবেন পুরস্কার !

কুমারিত্ব ৩৫ বছর বয়স পর্যন্ত  ধরে রাখা নারীদের নগদ অর্থ ও পদক পুরস্কার  দেওয়ার ঘোষণা এসেছে দক্ষিণ আফ্রিকার রাবেলানি রামালি নামের এক ব্যক্তি কাছ থেকা । রাবেলানি রামালি বলেন, কিশোরী বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়া ও এইচআইভি ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর প্রয়াস হিসেবে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর এএফপির । দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবামূলক কাজে নিয়োজিত আছেন রাবেলানি রামালি। তাঁর চার স্ত্রী ও পাঁচ মেয়ে। তাঁর ঘোষণা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার যে মেয়েরা ৩৫ বছর বয়স পর্যন্ত কুমারিত্ব ধরে রাখবেন, তাঁদের প্রায় ৯,৩০০ ডলার সমমূল্যের স্থানীয় মুদ্রা ও সোনার…

Read More