ঈদের খুশি – ঈদের রাতের কবিতা! (Eid’s Poem)

ঈদের শুভেচ্ছা এবং কিছু ঈদ কার্ড

ঈদের খুশি – ঈদের রাতের কবিতা! (Eid’s Poem)

রাত থম্ থম্ রাতের শেষে সকাল যখন হবে
মনের মাঝে ঈদের খুশি জমাট বেঁধে রবে।
ঈদের খুশি ঈদের খুশি বাঁকা চাঁদের হাসি
ফিরনি কাবাব পায়েস সেমাই দেব রাশি রাশি।
ঈদের খুশি সকাল বিকাল ঈদের খুশি রাতে
নতুন জামা নতুন কাপড় পরবো সবাই প্রাতে।
ঈদের খুশি বাড়ি বাড়ি ঈদের খুশি মাঠে
ঈদের খুশি শহর গঞ্জে ঈদের খুশি হাটে।
ঈদের খুশি ছেলে বুড়োর ঈদের খুশি নানার
ঈদের খুশি গরিব দুঃখীর দুঃখ কথা জানার।
ঈদের খুশি উদার আকাশ ঈদের খুশি দানের
ঈদের খুশি  দু’হাত ভরে উচ্ছল যত প্রাণের।

ঈদের শুভেচ্ছা এবং কিছু ঈদ কার্ড

 উৎস: কিশোর কন্ঠ ও প্রজন্ম ফোরাম

Related posts

Leave a Comment