চাঁদপুরে প্রকাশ্যে ধূমপান করায় ১৪ জনকে অর্থদণ্ড

প্রকাশ্যে ধূমপান, চাঁদপুরে প্রকাশ্যে ,  চাঁদপুরে

শহরের কালিবাড়ী রেলস্টেশন ও নৌ-টার্মিনালে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ১৪ ধূমপায়ীকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তাকে সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মমিন আলী ও চাঁদপুর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে চাঁদপুর নৌ-টার্মিনালে ঢাকাগামী আব-এ-জম জম লঞ্চে অভিযান চালিয়ে লঞ্চে আভ্যন্তরে প্রকাশ্যে ধূমপান করায় পাঁচজন, শহরের কালিবাড়ী কোর্ট স্টেশনে চারজন ও বিভিন্ন জনসমাগম স্থান থেকে পাঁচজনকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মোট দুইহাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আহসান জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর আলোকে উল্লেখিতদের অর্থদণ্ড দেন হয়।

তাদেরকে ভবিষ্যতে প্রকাশ্যে ধূমপান না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। আগামীতেও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related posts

Leave a Comment