আমার পিছনে শত শত গাড়ি হর্ন বাঁজাতে থাকে , আমি তবুও ওদের পিছু ডাকে সাড়া দেইনা। আপন মনে একাকী আমার পথে চলতে থাকি, নিজ সত্তার ডাকে কালো আঁধারের মেলায় যোগ দেই আবার পথ ধরে হাঠতে শুরু করি! জানিনা এ পথের আদও শেষ কি আছে? তবুও থাকুক না আমার এ পথে আমারই পথযাত্রা।