মানুষ অদ্ভুত প্রানী। এরা কখনই আপনার ভালো কাজগুলো মনে রাখবে না। কিন্তু সকল ক্ষেত্রেই এরা আপনার ব্যর্থতার একবর্ণও ভুল করেও ভুলবে না। সামনে থেকে কথা শোনায়। পিছন থেকে খোঁচা দেয়।
যদি প্রশ্ন করা হয় কোনটা বেশী সহজ জীবনে যুদ্ধ করা না কি যুদ্ধ না করে হার স্বীকার করা…? উত্তরটা সহজ হার মানা আর সাড়া জীবন আফসুস করা…। আর এই পৃথিবীর বেশির ভাগ মানুষই তাই করে। খুব অল্প কিছু মানুষ জীবন যুদ্ধে অংশগ্রহন করে আর এদের বেশীর ভাগই সফল হয়!
।
।
তাই আমার মতে যুদ্ধটা করেই যাব আর ভাগ্য রেখা পরিবর্তন করবই। নিজের উপর আমার রয়েছে গভীর বিশ্বাস! বাকিটা মহান আল্লাহর ইচ্ছা! তবে তারপরও ভাগ্য রেখা পরিবর্তন না হলেও যে খুব কস্ট পাব তা কিন্তু নয়! কারন জীবন যুদ্ধের স্বাদতো আমি পাবই পাব!