ফেসবুক কবিতা : মন দিয়ে পড়ে দেখতে পারেন ভাল লাগলেও লাগতে পারে!

ফেসবুক কবিতা : মন দিয়ে পড়ে দেখতে পারেন ভাল লাগলেও লাগতে পারে!

Account টা আমি খুলে ফেলেছি বেলা শুনছো??
এখন আর কেউ আটকাতে পারবেনা
Pro Pic টা এইবার তুমি পাল্টে দিতে পারো
সবাইকে বলে দাও Single তুমি থাকছোনা
… Account টা আমি করে ফেলেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা স্টেপ ব্যাস
Starting এই আমি message দিয়েছি
কিছুদিন পর দিব Wall post
চুপ করে কেন বেলা কিছু লিখ্ছো না??
হ্যা-লো!!!!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম??
বেলা বোস তুমি পাচ্ছো কী পরতে??
১০-১২ টা Fake ID
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর Block করতে!!!!
হ্যা-লো!!!!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম??
দিন না করে বেলাকে Online!!!
এই মেগাবাইট যাচ্ছে কমে
আমার গ্রামীন মোডেমে
খুজছি কেবল বেলার Timeline!
Source: Mehedi FB

Related posts

Leave a Comment