• ব্রেকিং সংবাদঃ শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সফিউল আজম এবং তার সহযোগীরা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধর করেছেন। মঙ্গলবার তারা শিশির মোড়লকে প্রায় আড়াই ঘন্টা আটকে রেখে মারধর করেন। পরে একটি কাগজে সই নিয়ে তাকে ছেড়ে দেন।
।
।
• আর আমার চোখে সংবাদটা যেমন দেখা গেলঃ আওয়ামীলীগ পন্থী ট্রিটমেন্ট সেন্টার (শিকদার মেডিকেল কলেজ) -এ আওয়ামীলীগ পন্থী পত্রিকার ( দৈনিক প্রথম আলুর) সাংবাদিক-কে বিশেষ ভাবে ট্রিটমেন্ট করা হয়েছে মাত্র। ভাবছি এইটা নিয়ে ব্রেকিং সংবাদ দেওয়ার কি আছে, আমরা আমারাই তো?
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধর!
