সরকার অন্যায় কাজে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে বিধায় নারায়ণগঞ্জের মতো ঘটনা ঘটানোর সাহস পেয়েছে র্যাব। গুম-খুনে র্যাবের সম্পৃক্ততা কোন বিচ্ছিন্ন ঘটনা না। তারা এখন যেভাবে বেআইনি কাজ করছে তাতে একটা সময় এটা মহামারি আকার ধারণ করবে। তাদের আচরন দিন দিন অনেকটাই রক্ষক থেকে ভক্ষকের দিকে যাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে এই অপরাধ কমে আসবে।