টেকনোলোজি নির্ভর ফুটবল বিশ্বকাপ এ অংশগ্রহনকারী দল এবং বর্তমান র‍্যাংক!

এবার আসছে ফিফা বিশ্বকাপ ২০১৪ শত টেকনোলোজি আর বিশ্বয় নিয়ে! worldcup-brazil2014

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর এই ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রতি ৪ বছর অন্তর এই আসর নিয়মিত বসছে বিশ্বের বিভিন্ন দেশে। শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধর কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি। প্রত্যেক আসরেই কে হবে চ্যাম্পিয়ন- এই নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে থাকে টানটান উত্তেজনা। শুধু আমেরিকা, ইউরোপ কিংবা আফ্রিকা নয় বরং ফুটবল বিশ্বকাপের উত্তেজনা সারা বিশ্বের সাথে সাথে ছড়িয়ে যায় আমাদের দেশেও। এবারের ফুটবল বিশ্বকাপ ২০১৪ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে।

আজকের এই টিউনটিতে (” টেকনোলোজি নির্ভর ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ -এ অংশগ্রহনকারী দল এবং বর্তমান র‍্যাংক!”) আমি ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪-এর প্রথমে মাঠ এবং শহর সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয়তে এবারের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহনকারী দল এবং তাদের বর্তমান র‍্যাংক নিয়ে আলোচনা করব। আমি আমার ফুটবল বিশ্বকাপ ২০১৪ সম্পর্কিত প্রথম টিউন (টেকনোলোজি আর বিশ্বয়ে ভরপুর ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪!) -এ এবারের “ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪”-এ যে সকল টেকনোলোজির ছুঁয়া থাকছে তা নিয়ে আলোচনা করেছিলাম। এই যেমন ভ্যানিশিং স্প্রে, গোল-লাইন প্রজুক্তি এবং দ্বিতীয় ধাপে আলোচনা করেছিলাম এবার যে সকল মাঠ এবং শহরে এবারের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অংশ গ্রহনকারী দলের তালিকা র‍্যাংক ইত্যাদি নিয়ে আলোচনা করব। পরবর্তি টিউনে আলোচনা করব সাপোর্টার, ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং খেলাসমূহের সময়সূচি এবং অন্নান্য বিষয় নিয়ে! চতুর্থ ধাপে আলোচনা করব পুরুস্কার এবং বিশ্বকাপের ইতিহাস নিয়ে। এবং সব শেষের পর্বে আলোচনা করব এবারের বিশ্বকাপের মূল আকর্শন এবং কোন প্লেয়ারদের উপর থাকবে সবার নজর! তাহলে আর দেরি না করে আসুন শুরু করা যাক আজকের টিউন।

  • মাঠ এবং শহর সমূহঃ

এবারের ফুটবল বিশ্বকাপ ১২টা শহরে আয়োজন হবে। নির্বাচিত বারোটি শহর ব্রাজিলের বারোটি প্রদেশের রাজধানী। পাঁচটি শহরে বিশ্বকাপের জন্য বিশেষভাবে নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয় এবং একটি ভেঙ্গে ফেলে নতুন করে তৈরি করা হয় অপর ছয়টি স্টেডিয়ামের ব্যাপকভাবে উন্নয়ন করা হয়। এবারের বিশ্বকাপের জন্য প্রায় ৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার স্টেডিয়াম প্রকল্পগুলোর পেছনে ব্যয় করা হয়েছে।

ব্রাজিল বিশ্বকাপের আয়োজক শহর বেলো অরিজন্ঠ, ব্রাজিলিয়া, কুইয়াবা, কুরিতিবা, ফর্তালিজা, মাসেইও, মানাউশ, নাতাল, পোর্তো আলেগ্রে, রেসিফি, রিউ দি জানেইরু, সালভাদোর এবং সাঁউ পাউলু এবং যে ১২টি মাঠে খেলা হবে যথক্রমে তাদের নাম হচ্ছে রিউ দি জানেইরু , ব্রাজিলিয়া, সাঁউ পাউলু, ফর্তালিজা, কুইয়াবা, মানাউশ, নাতাল, কুরিতিবা, সালভাদোর, বেলো অরিজন্ঠ, পোর্তো আলেগ্রে, এবং রেসিফি।

রিউ দি জানেইরু ব্রাজিলিয়া সাঁউ পাউলু ফর্তালিজা
এস্তাদিও দো মারাকানা এস্তাদিও ন্যাশিওন্যাল মানো গারিঞ্চা[২৫] অ্যারেনা করিন্থিয়ান্স এস্তাদিও ক্যাস্তেলাও
২২°৫৪′৪৩.৮″ দক্ষিণ ৪৩°১৩′৪৮.৫৯″ পশ্চিম ১৫°৪৭′০.৬″ দক্ষিণ ৪৭°৫৩′৫৬.৯৯″ পশ্চিম ২৩°৩২′৪৩.৯১″ দক্ষিণ ৪৬°২৮′২৪.১৪″ পশ্চিম ৩°৪৮′২৬.১৬″ দক্ষিণ ৩৮°৩১′২০.৯৩″ পশ্চিম
ধারণক্ষমতা: ৭৬,৯৩৫[২৬](উন্নয়নকৃত) ধারণক্ষমতা: ৭০,০৪২[২৭](নতুন স্টেডিয়াম) ধারণক্ষমতা: ৬৮,০০০
(নতুন স্টেডিয়াম)
ধারণক্ষমতা: ৬৪,৮৪৬[২৮](উন্নয়নকৃত)
Maracana Stadium June 2013.jpg Brasilia Stadium - June 2013.jpg Arena Corinthians Drawing.png Fortaleza Arena.jpg
কুইয়াবা মানাউশ নাতাল কুরিতিবা
অ্যারেনা পান্তানাল অ্যারেনা দা আমাজনিয়া অ্যারেনা দাস দুনাস অ্যারেনা দা ব্যাইশাদ
১৫°৩৬′১১″ দক্ষিণ ৫৬°৭′১৪″ পশ্চিম ৩°৪′৫৯″ দক্ষিণ ৬০°১′৪১″ পশ্চিম ৫°৪৯′৪৪.১৮″ দক্ষিণ ৩৫°১২′৪৯.৯১″ পশ্চিম ২৫°২৬′৫৪″ দক্ষিণ ৪৯°১৬′৩৭″ পশ্চিম
ধারণক্ষমতা: ৪২,৯৬৮
(new stadium)
ধারণক্ষমতা: ৪২,৩৭৪
(new stadium)
ধারণক্ষমতা: ৪২,০৮৬
(new stadium)
ধারণক্ষমতা: ৪৩,৯৮১[৩২]
(উন্নয়নক্রিত)
Pantanal Arena March 2014.jpg Amazonia Arena.jpg Natal, Brazil - Arena das Dunas.jpg Arenadabaixada.jpg
  • অংশগ্রহনকারী দলের তালিকাঃ

এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ-এর চূড়ান্ত পর্বে যে ৩২টি দল অংশগ্রহন করবে তাদের নাম ও পতাকা। সাথে সাথে দলগুলোর বর্তমান র‍্যাংকিংসহ দেখানো হল। র‍্যাংকিং-এর দিক থেকে সবচেয়ে উপরের দিকে আছে স্পেন, তারপর দ্বিতীয়তে জার্মানি। এরপরের স্থানই আর্জেন্টিনার, অর্থাৎ আরজেন্টাইন সাপোর্টারদের জন্য এই বিশ্বকাপ হতে পারে সৃতিময় এবং আনন্দের। কিন্তু আয়োজক ব্রাজিলের র‍্যাংক ১১, যা সত্যিই দুঃখজনক! অপরদিকে এশিয়ার সবচেয়ে ভাল দল হিসাবে থাকছে জাপান (৪৪ )।

  • জাপান (৪৪)
  • দক্ষিণ কোরিয়া (৫৬)
  • আলজেরিয়া (৩২)
  • ক্যামেরুন (৫৯)
  • ঘানা (২৩)
  • কোত দিভোয়ার (১৭)
  • নাইজেরিয়া (৩৩)
  • সুইজারল্যান্ড (৭)
  • স্পেন (১)
  • কোস্টা রিকা (৩১)
  • হন্ডুরাস (৩৪)
  • মেক্সিকো (২৪)
  • মার্কিন যুক্তরাষ্ট্র (১৩)
  • অস্ট্রেলিয়া
  • আর্জেন্টিনা (৩)
  • ব্রাজিল (১১) (আয়োজক)
  • চিলি (১২)
  • কলম্বিয়া (৪)
  • ইকুয়েডর (২২)
  • উরুগুয়ে (৬)
  • বসনিয়া ও হার্জেগোভিনা (১৬)
  • ক্রোয়েশিয়া (১৮)
  • ইংল্যান্ড (১০)
  • ফ্রান্স (২১)
  • জার্মানি (২)
  • গ্রিস (১৫)
  • ইতালি (৯)
  • নেদারল্যান্ডস (৮)
  • পর্তুগাল (১৪)
  • রাশিয়া (১৯)

আজ এটুকুই, আশা করি খুব দ্রুতই আবার দেখা হবে, ফুটবল বিশ্বকাপ ২০১৪-এর পরবর্তি টিউনে। পরবর্তি টিউনে আলোচনা করব সাপোর্টার, ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং খেলাসমূহের সময়সূচি এবং অন্নান্য বিষয় নিয়ে! আশা করি সে পর্যন্ত সকলেই ভাল থাকবেন এবং এবারের বিশ্বকাপে কাকে সাপোর্ট করছেন জানাতে ভুলবেন না! ধন্যবাদ সকলকে!

• আমার পার্সনাল সাইটঃ www.mmm.black-iz.com | Muhammad Mehedi Menafa

• ফেসবুকে আমিঃ www.facebook.com/mehedidamenafa | Mehedi Menafa

Related posts