এক ক্লিকে দেখুব এবং মুছুন পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কোন অ্যাপস ছাড়াই!

ফেসবুকের জন্য বাংলা স্টাটাস খুঁজে খুঁজে ক্লান্ত? আর নয় সময় নষ্ট! এখন www.my.black-iz.com এ আপনাদের জন্য থাকবে নিয়মিত ফেসবুকের জন্য বাংলা স্টাটাস। বাংলা ভালাবাসার স্টাটাস, আনন্দের স্টাটাস, যোগউপযোগী স্টাটাস সহ সকল ধরনের স্ট্যাটাস আপনি পাবেন এখন my.black-iz.com -এ! আমাদের বাংলা স্টাটাসের এই আয়োজন শুধু মাত্র আপনারই জন্য। নিয়মিত ফেসবুকের জন্য বাংলা স্টাটাস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!

ফেসবুকে আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকি। ফেসবুকে একাউন্ট খুলার পরই দ্বিতীয় কাজ হচ্ছে বন্ধু খুঁজে বের করা। ফেসবুকে প্রোফাইল তথ্য পূরণ করার পর দ্বিতীয় ধাপে আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাচ্ছেন তা অ্যাকসেপ্ট করলে তবেই আপনি তাদের ফেসবুক-ফ্রেন্ড হবেন তা আমরা সকলেই জানি। আর যদি এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট না করে তবে তা পেনডিং পরে থাকে। এভাবে একটি ফেসবুক আইডি থেকে অনেকগুলো রিকোয়েস্ট পাঠানো হলে এবং সেগুলো পেন্ডিং/ ইগনোর হলে এসব উক্ত ফেসবুক আইডিকে সার্ভার থেকে ব্লক করে দেয়া হয়। ফলে তারা বিভিন্ন মেয়াদে ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লকের সম্মুখীন হন। মাঝে মধ্যে পারমানেন্ট ব্লক বা ফটো ভেরিফিকেশনে পরে প্রিয় অ্যাকাউন্টি হাঁড়াতে হয়!

অনেকেই পেন্ডিং সেন্ট-রিকোয়েস্ট চেক করার উপায় জানেননা বলে তাদের ব্লক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আবার অনেকেই ভিবিন্ন অ্যাপস এর মাধ্যমে এই পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো মুছতে পারেন। কিন্তু ফেসবুক অ্যাপস এর মাধ্যমে যেভাবে পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো রিমুভ করার এই ব্যাপারটা ছিল অনেক কস্টসাধ্য। অনেক দেরী করে হলেও অবশেষে ফেসবুকে পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্ট দেখার একটা সহজ উপায় যুক্ত হল! যার মাধ্যমে যে কেউ খুব সহজেই তার পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখতে পারবে। তবে এক্ষেত্রে মোবাইল এবং কম্পিউটার ব্যবহারকারী উভয়ের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম। দু-প্রকারই নিম্নে দেওয়া হলঃ অথবা নিম্নের লিংকে ক্লিক/ভিজিট করেও দেখে নিতে পারেন আপনার পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলোঃ www.facebook.com/friends/requests

কম্পিউটারে ফেসবুক ভিজিট করার সময় ফ্রেন্ডস আইকনে (মেসেজ আইকনের বামপাশে) ক্লিক করুন। এবার ‘ফাইন্ড ফ্রেন্ডস’ অপশনে ক্লিক করুন। এখন যে পেজটি আসবে সেখানে আপনি ‘ভিউ সেন্ট রিকোয়েস্ট’ লিংক পাবেন। সেখানে ক্লিক করে পেন্ডিং রিকোয়েস্টগুলো দেখুন। এবার ইচ্ছে হলে লিস্ট থেকে কিছু/পুরো পেন্ডিং তালিকা ক্যান্সেল করে দিন। আপনি চাইলে সরাসরি এই লিংকে গিয়েও পেন্ডিং রিকোয়েস্ট তালিকা দেখতে পারেন। এবং মোবাইলে ফেসবুক ভিজিট করার সময় ফ্রেন্ডস মেন্যুতে গেলেই ‘সি সেন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট’ পেজে আপনার পাঠানো রিকোয়েস্টের তালিকা পাবেন। এবার ইচ্ছেমত পেন্ডিং রিকোয়েস্ট ছাঁটাই করুন!

অথবা নিম্নের লিংকে ক্লিক/ভিজিট করেও দেখে নিতে পারেন আপনার পেনডিং ফ্রেন্ড রিকোয়েস্টগুলোঃ www.facebook.com/friends/requests

ফেসবুকের ওয়ালের পোষ্ট, শেয়ার সব হাওয়া হয়ে যাচ্ছে।

পার্সনাল সাইটঃ www.menafa.tk । Muhammad Mehedi Menafa
ফেসবুক এ আমিঃ fb.com/mehedidamenafa । Mehedi Menafa
ব্লগস্পট সাইটঃ mehed3.blogspot.com । Mehedi Menafa’s Blog

Related posts

Leave a Comment