ক। করণীয় আমলসমূহ:
১. পুরো রমযান মাস সিয়াম বা রোযা পালন করা।
২. সময়মত সালাত বা নামাজ আদায় করা।
৩. সময়মত সাহরী খাওয়া।
৪. তারাবীহ নামাজ আদায় করা।
৫. মহান আল্লাহ্ তায়ালার শুকরিয়া আদায় করা।
৬. বেশি বেশি কুরআন তিলাওয়াত করা।
৭. কল্যাণমূলক কাজ বেশি বেশি করা।
৮. শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া।
৯. উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা।
১০. সহীহভাবে কুরআন শিখা।
১১. অপরকে (কুরআন না জানা) কুরআন শিখানো।
১২. রমজানের শেষ দশকে ইতিক্বাফ করা।
১৩. সামর্থ্য থাকলে ওমরা পালন করা।
১৪. শবে ক্বদর তালাশ করা।
১৫. বেশি বেশি দোয়া এবং কান্নাকাটি করা।
১৬. সময়মত ইফতার করা এবং অপরকে ইফতার করানো।
১৭. তাওবা করা।
১৮. দাওয়াতে দ্বীনের কাজ করা।
১৯. তাকওয়া অর্জন করা।
২০. ফিতরা দেয়া।
ক। বর্জনীয় আমলসমূহ:
১. বিলম্বে ইফতার করা।
২. সাহরী না খাওয়া।
৩. মিথ্যা বলা এবং অন্যান্য পাপ কাজ করা।
৪. অপচয় ও অপব্যয় করা।
৫. শেষের দশ দিন কেনা-কাটায় ব্যস্ত থাকা।
৬. সুন্নাহ ত্যাগ করা।
৭. তিলাওয়াতের হক আদায় না করে কুরআন খতম করা।
৮. তারাবীহ নামাজ আদায়ে অলসতা করা।
৯. জামায়াতের সাথে ফরজ নামাজ আদায়ে অলসতা করা।
১০. বেশি বেশি খাওয়া।
১১. লোক দেখানো ইবাদত বন্দেগী করা।
১২. বেশি বেশি ঘুমানো।
১৩. অশ্লীল সিনেমা, নাটক এবং ছবি দেখা।
১৪. বেহুদা কাজে রাত জাগা।
১৫. বিদয়াত করা।
১৬. দুনিয়াবী ব্যস্ততায় মগ্ন থাকা।
এই পেজের সকল এডমিনদের পক্ষ থেকে পেজ ফ্যানসহ দুনিয়ার সকল মুসলমানদের রমজান মাসের শুভেচ্ছা, ইনশাআল্লাহ্ আমরা সবাই উপরোক্ত আমলগুলো পালন করে আমাদের জীবনে এই রমজান মাসকে সার্থক করে তুলবো।