আত্মহত্যায় ব্যর্থ জ্যাকসনকন্যা হাসপাতালে

শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী ! পুরুষ গড়েছে তোমারে সৌন্দর্য সঞ্চারি আপন অন্তর হতে । বসি কবিগণ সোনার উপমাসূত্রে বুনিছে বসন । সঁপিয়া তোমার 'পরে নূতন মহিমা অমর করেছে শিল্পী তোমার প্রতিমা । কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত-না -- সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা, বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার । লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন । পড়েছে তোমার 'পরে প্রদীপ্ত বাসনা -- অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা ।

ওয়াশিংটন: প্রয়াত পপকিংবদন্তি মাইকেল জ্যাকসনের ১৫ বছর বয়সী মেয়ে প্যারিস জ্যাকসন আত্মহত্যার চেষ্টা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্যারিস মাইকেল জ্যাকসনের একমাত্র কন্যা। তিনি তার স্কুলের একজন http://www.rtnn.net/realtime/records/imagefile/201306/8030_1.pngচিয়ার লিডার। তার দাদা এনজেল হাওয়ানস্কির গণসংযোগ কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, প্যারিসের অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। নিরাপত্তা বিভাগের জরুরি কর্মকর্তারা জানান, লস অ্যাঞ্জেলসের ক্যালাবাসাস এলাকায় অতিরিক্ত ঔষধ সেবনের একটি খবর জানতে পেরে সন্ধান করে তারা। কিন্তু তারা রোগীকে চিহ্নিত করতে পারেনি।

স্থানীয় গণমাধ্যম জানায়, প্যারিস রাত ২টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। তবে তার দাদার গণসংযোগ কর্মকর্তা প্যারিসের অতিরিক্ত ড্রাগ নেয়া বা তার হাতে কোনো ছুরির আঘাত ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, তার অবস্থা এখন ভালোর দিকে এবং সৌভাগ্যের বিষয় যে, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়নি। উল্লেখ্য, মাইকেল জ্যাকসনও অতিরিক্ত ড্রাগ নেয়ার কারণে মারা গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।

Related posts

Leave a Comment