বানীঃ ১
সামান্য একটু প্লাস্টার খুলে পড়েছে। এটা তেমন কিছু নয়।
– মো. সোহেল রানা,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক, (রানা প্লাজার মালিক)
গতকাল ফাটল দেখা দেবার পরে রানা প্লাজার মালিক পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মো. সোহেল রানা মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন এই কথা।
বানীঃ২
আমরা আগে থেকেই সচেতন ছিলাম। আমরা জানতাম বলে সব লোক সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু মূল্যবান জিনিস সরিয়ে নিতে সকালে লোকজন সেখানে গিয়েছিল।
– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বানী দিয়েছেন।
বানীঃ৩
ইমারত বিধিমালা অনুসরণ করে বিল্ডিং বানানো হয়নি। ঠিক উপাদানও এখানে ব্যবহার করা হয়নি। তদন্ত কমিটির মাধ্যমে আমরা এটি উদঘাটন করব। দোষীদের আইনি ব্যবস্থায় আনব।
ভবন মালিককে গ্রেপ্তার করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন,
বিষয়টি আমার মাথায় আছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
– স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর
বানীঃ৪
‘কিছু হবে না। একটা পিলার ফাটলে কিছু হয় না!
– কর্তৃপক্ষ
গতকাল মঙ্গলবার সকালে ওই ভবনে ফাটল দেখা দিলে পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আজ (বুধবার) কাজে গিয়ে শ্রমিকেরা তাঁদের আতঙ্কের কথা জানান। তবে কর্তৃপক্ষ তা কানে তুলে একথা বলেন।
আমরা কেউ ভবনে ঢুকতে চাচ্ছিলাম না। বসরা আমাদের লাঠি নিয়ে তাড়া করেন। পরে বাধ্য হয়ে আমরা কারখানায় যাই।
– গার্মেন্ট শ্রমিক নুরুল ইসলাম
বানীঃ৬
গতকাল যখন ফাটল দেখা গেল তখনই শিল্প পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যেন কারখানা বন্ধ রাখা হয়। আমরা বলেছিলাম, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে পরীক্ষা করার পর কারখানা খোলা যাবে কি না জানানো হবে।”
“কিন্তু শিল্প পুলিশের নির্দেশ উপেক্ষা করে মালিকদের একক সিদ্ধান্তে বুধবার সকালে তারা কারখানা খুলে দেয়।”
– শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান
বানীঃ৭
মঙ্গলবার ফাটল ধরার পরপরই বিজিএমইএর একটি পরিদর্শক দল শিল্প পুলিশের সঙ্গে ভবনটি ঘুরে দেখে। পরে ভবনের মালিককে বলা হয় যাতে বুয়েট থেকে বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করা পর্যন্ত ভবনটি বন্ধ রাখা হয়।…. ভবন বন্ধ রাখার ব্যাপারে আশ্বস্ত করলেও পরে তা তিনি মানেননি … ।
তার সর্বোচ্চ শাস্তির জন্য বিজিএমইএ সুপারিশ করবে।
– বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম
বানীঃ৮
কিছু হরতাল সমর্থক সাভারের ধসে পড়া ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সাম্ভাব্য কারণ হতে পারে।
– বিবিসিকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকারটি গতকাল রাতের অধিবেশন পরিক্রমায় প্রচার হয়েছিলো। বাংলাদেশে রাত সাড়ে দশটায়।
অবস্থান পাল্টালেন স্বরাষ্ট্রমন্ত্রীঃ
একটি দৃশ্যমান ইমারত যখন ভেঙ্গে পড়ছে, যখন ফাটল দেখা যাচ্ছে, তখন সেখানে গিয়ে এই যে কাজ করা হয়েছে- যেটা অমানবিক।
বিবিসি কে দেয়া নিজের আগের বক্তব্যে অটুট ছিলেন মন্ত্রী। পরে নিজ দলের মধ্যেই সমালোচিত হলে তিনি নিজ অবস্থান থেকে কিছুটা সরে আসেন। এবং দোষ চাপান সংবাদমাধ্যমের উপর।
‘রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি সাভারের যুবলীগের কমিটির নাম নিয়ে এসেছি। সেখানে রানার নাম নাই।’
বৃহস্পতিবার জাতীয় সংসদে সাভারের এই মর্মান্তিক ঘটনার ওপর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রানা সাভারের সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাংসদ তৌহিদ জং মুরাদ তাঁর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রানা ও তাঁর বাহিনীকে ব্যবহার করেন।
কেউ যদি অপরাধী বা সন্ত্রাসী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অবস্থা বিবেচনায় বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।
– যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ।
প্রধানমন্ত্রী বলেন রানা যুবলীগের কেউ না, আর যুবলীগ বলে আমরা রানাকে বহিষ্কার এর বিষয়ে সিদ্ধান্ত নিব। হা হা হা সেলুকাস। এ প্রসঙ্গে আমার বন্ধু অর্ণবের স্ট্যাটাস…
যুবলীগ কেন্দ্রীয় কমিটির কত্ত বড় দুঃসাহস!!! যেখানে আপা নিজে কইসে রানা যুবলীগের কেউ না, সেইখানে তারা নাকি রানা কে বহিষ্কারের পদক্ষেপ নিতাছে…… আপার কথাকে মিথ্যা প্রমান করার অভিযোগে যুবলীগের কার্যক্রম স্থগিত করা হোক……
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করলে এমন ট্রাজেডি হতো না
– বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
উনার মত বিজ্ঞজনের কাছ থেকে এমন ধরনের বক্তব্য আমি কখনই আশা করি নাই। যদিও এই নিউজ বাংলানিউজ২৪.কম ছাড়া আর কোথাও পাই নাই।
বানীঃ ১১
‘সোহেল রানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ না। আমার সাথেও তার কোনো সম্পর্ক নেই। কেউ যদি পোস্টার ছেপে সেখানে আমার ছবি সাঁটিয়ে দেয়, তাহলে আমার করার কী আছে? এ ছাড়া নিজেকে যদি সে পৌর যুবলীগের স্বঘোষিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়, তাহলে সেটা ঠেকাবেই বা কে? সে যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবেই। এই মুহূর্তে আগে প্রয়োজন উদ্ধার তৎপরতা চালানো। সেটা শেষ হোক, তারপর দেখেন আমি কী করি।’
– সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ
বানীঃ১২
আবার আরেকটা ভবন ধ্বস, আরেকটা অগ্নিকান্ড, আরেকটা হত্যাকান্ড দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাক। বাংলাদেশে এটা পুরাতন কিছু নয়। একটি চলমান প্রক্রিয়া। কেউ বলবে আল্লাহ্র মাল আল্লাহ্ উঠাই নিছে, কেউ বলবে ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের ধরা হবে এবং আইনের আওতায় নিয়ে আশা হবে, কেউ বলবে এটা বিরোধী দলের ষড়যন্ত্র, কেউবা লাশের দাম নির্ধারণ করবে ২০০০০ থেকে ৫০০০০টাকা, অথবা একটা ছাগল। সুতরাং আক্ষেপ, আফসুস, চোখের পানি, শোকবানী এগুলা ত্যাগ করে পরেরবারের জন্য মনকে শক্ত করো। কারন এর পরেরবার নিজেই হয়ত ঐ ২০০০০টাকা/ ছাগল আনতে যাবো। আর না হয় আমার নিজের লাশের দামটাই হবে ২০০০০টাকা/ একটা ছাগল।
শেষ কথাঃ
লাশের মিছিলে যেন আমিই জীবন্ত লাশ,
যার কিছু করার ক্ষমতা নেই,
শুধু চেয়ে দেখবে লাশের সারি,
টিভির পর্দায় উপভোগ করবে লাইভ বিনোদন……
ক্ষমা কর আমায় প্রিয় মুখগুলি-
যারা বিদায় নিলে আজ,
পিশাচদের খুনের নেশায়……