মুম্বাই: পরিচালক জানাকি বিশ্বনাথন চেয়েছিলেন তার আগামী ছবিতে অভিনয় করুন শাহরুখ খান, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাতে দমে যাননি জানাকি। শাহরুখকে তিনি অভিনয় করালেন তার আগামি ছবিতে। তবে ফারাক শুধু একটাই সেটা মানুষ কিং খান নন, এমন এক ছাগল যার নাম শাহরুখ খান। সেই ছাগল শাহরুখ খানে ভর করেই বক্স অফিস মাতাতে চান জানাকি বিশ্বনাথন। এমন এক কাণ্ড ঘটিয়ে রাতারাতি খবরের শিরোনামে জানাকি বিশ্বনাথন। শাহরুখ খানকে নিজের ছবিতে অভিনয় করাতে না পারায় অন্য এক পন্থা অবলম্বন করেন পরিচালক। অনেক খোঁজ খবর করে মহারাষ্ট্র-কর্নাটক সীমান্তের বিদার নামের এক গ্রাম থেকে জানাকি…
Read More