মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কোনো ধর্মকে আক্রমণের পক্ষে নয়

শাহবাগের প্রজন্ম চত্বর চেতনার বাতিঘর হয়ে আলো ছড়িয়েছে অনেক দূর। গণমাধ্যমের পাদপ্রদীপে দেদীপ্যমান তাদের কর্মকাণ্ড। একটানা সতেরো দিন বিভিন্ন কর্মসূচি পালনের পর সাময়িক বিরতি। তারপর আবার সেখানে ফেরা নতুন প্রজন্মের। তবে এ সময়কালে তাদের অর্জন অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে। এই পুরো সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং ইসলাম ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ছিল প্রজন্ম চত্বর। সাফল্যও পেয়েছে তারা। তাদের দাবির মুখে সরকার যুদ্ধাপরাধ বিচার-সংক্রান্ত আইনে পরিবর্তন এনেছে। তবে দ্বিতীয় দাবিটি এখনো সরকারের বিচেনাধীন। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিয়ে চলেছেন। রোববার সংসদে মহাজোট এমপিরা বলেছেন, সরকার ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করবে না। কেবল জামায়াতকে নিষিদ্ধ করবে। তবে এরই মধ্যে পরিস্থিতি মোড় নেয় ইসলাম ধর্ম অবমাননার প্রশ্নে। প্রজন্ম চত্বরে সমবেত অনেকে সরাসরি ইসলাম ধর্মের অবমাননা করছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের জের ধরে শুক্রবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেন মুসল্লিরা। এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানি ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধাপরাধের বিচার চাওয়ার নামে ইসলাম ধর্মের অবমাননা করা হচ্ছে। এ অভিযোগে রাজপথে নেমে তারা প্রতিবাদ জানিয়েছেন। প্রয়োজনে আরো বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার সঙ্গে ইসলাম ধর্মের বিরোধিতার কোনো কারণ নেই, সুযোগও নেই। আমরাও মনে করি, এ দেশের মানুষ যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। কিন্তু কোনোভাবেই কোনো ধর্মকে আক্রমণের পক্ষে নয়।

শাহবাগের প্রজন্ম চত্বর চেতনার বাতিঘর হয়ে আলো ছড়িয়েছে অনেক দূর। গণমাধ্যমের পাদপ্রদীপে দেদীপ্যমান তাদের কর্মকাণ্ড। একটানা সতেরো দিন বিভিন্ন কর্মসূচি পালনের পর সাময়িক বিরতি। তারপর আবার সেখানে ফেরা নতুন প্রজন্মের। তবে এ সময়কালে তাদের অর্জন অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে। এই পুরো সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং ইসলাম ধর্মাশ্রয়ী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ছিল প্রজন্ম চত্বর। সাফল্যও পেয়েছে তারা। তাদের দাবির মুখে সরকার যুদ্ধাপরাধ বিচার-সংক্রান্ত আইনে পরিবর্তন এনেছে। তবে দ্বিতীয় দাবিটি এখনো সরকারের বিচেনাধীন। এ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিয়ে চলেছেন। রোববার সংসদে…

Read More

Kiss কা কিসসা নিয়ে সরগরম বলিউড

মুম্বাই: কোনো কোনো দিন থাকে যেদিনে অনেকগুলো খবরকে একসুতোয় বাধা যায়। রোববার বলিউডের খবরের জগতে এমনই একটা দিন। এক সুতোয় বেঁধে খবরের মালার শিরোনাম দেওয়াই যায় কিসসা কিসসা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনাক্ষি সিনহা, আলি জাফর থেকে চিত্রাঙ্গদা সিং, সোনম কাপুর। সবাই আজ যা বললেন তার মূল কথায় কোথাও না কোথাও চুম্বন বা `কিস`-এর বিষয় রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া যেমন কলকাতায় `গুন্ডে` ছবির শ্যুটিং-এ এসে এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা একটা মাছকে চুম্বন করেছেন। তবে ফটোগ্রাফাররা সেই ছবিটা পুরোটা ফ্রেমবন্দি করতে পারেননি। প্রিয়াঙ্কা বলছেন, "এখনই বলব না আমি ওই মাছটাকে কিস করেছি কি না।" সোনাক্ষি সিনহা আবার দাবি করেছেন তিনি অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে বেশ সাবলিল। আসলে দাবাং গার্ল সোনাক্ষি আইটেম ড্যান্সের রানী হতে চান। আর কে না জানে আইটেম ড্যান্সার হতে হলে চুম্বনের দৃশ্যে একেবারে ফাটিয়ে দিতে হয়। অবশ্য সোনাক্ষির রাজনীতিবিদ তথা অভিনেতা বাবা শত্রুঘ্ন সিনহা ওসব পছন্দ করেন না। কে জানে হয়ত এসব দেখার পর সোনাক্ষিকে বলে বসবেন, খামোস...। `আই, মি অর হাম` সিনেমায় জন আব্রাহামকে কিস করা চিত্রাঙ্গদা সিং বললেন, তিনি নাকি ওই দৃশ্যে অভিনয় করে দারুণ আনন্দ পেয়েছেন। তারকা গল্ফারের গার্লফ্রেন্ড চিত্রাঙ্গদা বলেছেন, "আমি জনের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করেছি।" সোনম কাপুরকে যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় বিকিনি পরবেন বলে জানা গেল। তবে এটাও গুজব সোনমকে নাকি এই প্রথমবার লিপলক করতে দেখা যাবে। বলিউডের ললনারা যখন এতটা সাহসী তখন কিছুটা অন্য কথা বলেন নতুন এক হিরো। তিনি গায়ক থেকে হিরো হওয়া আলি জাফর। অদিতি রাও হায়দারির সঙ্গে তার ছবি `লন্ডন, প্যারিস, নিউইয়র্ক`এ চুম্বন করতে দেখা গেছে আলিকে। কিন্তু `তেরে বিন লাদেন`-এ অভিনয় করে মন কাড়া আলি জাফর বলেছেন, তিনি আর অনস্ক্রিনে কিস করতে পারবেন না। কারণ তিনি নাকি ওসব প্রকাশ করতে বেশ লজ্জা পান‌! বুঝে দেখুন কথা। এজন্য বলে সত্য সেলুকাস, কি আজব এই বলিউড...। সূত্র: ওয়েবসাইট।

মুম্বাই: কোনো কোনো দিন থাকে যেদিনে অনেকগুলো খবরকে একসুতোয় বাধা যায়। রোববার বলিউডের খবরের জগতে এমনই একটা দিন। এক সুতোয় বেঁধে খবরের মালার শিরোনাম দেওয়াই যায় কিসসা কিসসা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনাক্ষি সিনহা, আলি জাফর থেকে চিত্রাঙ্গদা সিং, সোনম কাপুর। সবাই আজ যা বললেন তার মূল কথায় কোথাও না কোথাও চুম্বন বা `কিস`-এর বিষয় রয়েছে।   প্রিয়াঙ্কা চোপড়া যেমন কলকাতায় `গুন্ডে` ছবির শ্যুটিং-এ এসে এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা একটা মাছকে চুম্বন করেছেন। তবে ফটোগ্রাফাররা সেই ছবিটা পুরোটা ফ্রেমবন্দি করতে পারেননি। প্রিয়াঙ্কা বলছেন, “এখনই বলব না আমি ওই মাছটাকে কিস…

Read More