তিনটি সাউথ ইন্ডিয়ান মুভি (মাস্ট সি)

মুম্বাই: কোনো কোনো দিন থাকে যেদিনে অনেকগুলো খবরকে একসুতোয় বাধা যায়। রোববার বলিউডের খবরের জগতে এমনই একটা দিন। এক সুতোয় বেঁধে খবরের মালার শিরোনাম দেওয়াই যায় কিসসা কিসসা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে সোনাক্ষি সিনহা, আলি জাফর থেকে চিত্রাঙ্গদা সিং, সোনম কাপুর। সবাই আজ যা বললেন তার মূল কথায় কোথাও না কোথাও চুম্বন বা `কিস`-এর বিষয় রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া যেমন কলকাতায় `গুন্ডে` ছবির শ্যুটিং-এ এসে এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা একটা মাছকে চুম্বন করেছেন। তবে ফটোগ্রাফাররা সেই ছবিটা পুরোটা ফ্রেমবন্দি করতে পারেননি। প্রিয়াঙ্কা বলছেন, "এখনই বলব না আমি ওই মাছটাকে কিস করেছি কি না।" সোনাক্ষি সিনহা আবার দাবি করেছেন তিনি অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে অভিনয় করতে বেশ সাবলিল। আসলে দাবাং গার্ল সোনাক্ষি আইটেম ড্যান্সের রানী হতে চান। আর কে না জানে আইটেম ড্যান্সার হতে হলে চুম্বনের দৃশ্যে একেবারে ফাটিয়ে দিতে হয়। অবশ্য সোনাক্ষির রাজনীতিবিদ তথা অভিনেতা বাবা শত্রুঘ্ন সিনহা ওসব পছন্দ করেন না। কে জানে হয়ত এসব দেখার পর সোনাক্ষিকে বলে বসবেন, খামোস...। `আই, মি অর হাম` সিনেমায় জন আব্রাহামকে কিস করা চিত্রাঙ্গদা সিং বললেন, তিনি নাকি ওই দৃশ্যে অভিনয় করে দারুণ আনন্দ পেয়েছেন। তারকা গল্ফারের গার্লফ্রেন্ড চিত্রাঙ্গদা বলেছেন, "আমি জনের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করেছি।" সোনম কাপুরকে যশরাজ ফিল্মসের পরবর্তী সিনেমায় বিকিনি পরবেন বলে জানা গেল। তবে এটাও গুজব সোনমকে নাকি এই প্রথমবার লিপলক করতে দেখা যাবে। বলিউডের ললনারা যখন এতটা সাহসী তখন কিছুটা অন্য কথা বলেন নতুন এক হিরো। তিনি গায়ক থেকে হিরো হওয়া আলি জাফর। অদিতি রাও হায়দারির সঙ্গে তার ছবি `লন্ডন, প্যারিস, নিউইয়র্ক`এ চুম্বন করতে দেখা গেছে আলিকে। কিন্তু `তেরে বিন লাদেন`-এ অভিনয় করে মন কাড়া আলি জাফর বলেছেন, তিনি আর অনস্ক্রিনে কিস করতে পারবেন না। কারণ তিনি নাকি ওসব প্রকাশ করতে বেশ লজ্জা পান‌! বুঝে দেখুন কথা। এজন্য বলে সত্য সেলুকাস, কি আজব এই বলিউড...। সূত্র: ওয়েবসাইট।
এই ব্লগে সকল ধরনের সকল দেশের মুভির আপডেট থাকলেও সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে কেউ পোস্ট করে নাই । যদিও বর্তমানে সাউথ ইন্ডিয়ান মুভি বাংলাদেশে খুব জনপ্রিয় । তাই আজ আমার পছন্দের তিনটি প্রেমের ছবি শেয়ার করলাম । অবশ্যই সময় করে দেখে নেবেন ।।
মুভির নাম : Ala Modalaindi ২০১১
317520_4360527824951_42321614_n
আমার পছন্দের রোমান্টিক ধাচের বেশ সুন্দর একটা মুভি । একটি দুর্ঘটনা দিয়ে মুভির সূত্রপাত । তার পরে নিজের প্রেমিকার বিয়েতে যেয়ে বেশ মজার ঘটনার মাধ্যমে একজনের সাথে জড়িয়ে যাওয়া … সেখান থেকে শুরু হয় নানা কাহিনি … মুভির শেষ ক্লাইম্যাক্স পর্যন্ত দেখে মজা পাবেন ।

।। সাথে ব্লুরে প্রিন্ট ।।

ডাউনলোড লিঙ্ক

মুভির নাম : Oh My Friend 2011

 

578423_4306161625830_150900093_n

ছেলে ও মেয়ের মধ্যে ভালো বন্ধুত্ব,একসাথে চলাফেরা, আড্ডা, ঘুরাঘুরি, খুনসুটি, মান-অভিমান এবং এই বন্ধুত্ব এবং প্রেম নিয়ে একটি ছেলে ও একটি মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি মুভি Oh My Friend ।

সিদ্ধার্থ এর মুভির প্রতি আমার আলাদা একটা টান আছে বলে বলব না … এই মুভিটা আসলেই অসাধারন । সিদ্ধার্থ এর সাথে শ্রুতি হাসান এবং হান্সিকা ।

 

তেলুগু মুভি কিক(২০০৯)

456115_4284092634119_467811138_o

কমেডি ঘরানার অ্যাকশান মুভি। পিউর এন্টারটেইনমেন্ট পাওয়া যাবে এটুকু কথা দিতে পারি ।। এন্টারটেইনমেন্ট এর বিচারে চরম মুভি । মুভির শেষে কমেডি টাইপ টুইষ্ট আছে আবার ।

সামনের বছর সালমান খান এটা রিমেক করতে যাচ্ছে ।

ব্লু-রে ডাউনলোড লিঙ্ক 

মুভি যদি দেখেন ক্যামন লাগল জানায়েন :)
Uncategorized

Related posts