আয় আয় চাঁদ মামা বউ দিয়ে যা।

☺  আয় আয় চাঁদ মামা বউ দিয়ে যা।

► আয় আয় চাঁদ মামা বউ দিয়ে যা।
আমার আধার ঘরে আলো দিয়ে যা।
টিপ দিয়ে যাও তুমি বাবুদের কপালে,
এই আমি বউ ছাড়া মরে যাবো অকালে।
আশির্বাদ হয়ে আসো বাবুদের জন্যে,
পারো নাকি দিতে মোরে শুধু এক কন্যে?
বেশি কিছু চাই নাতো চাই শুধু বৌটা,
তা-না হলে দাও খাই বিষ এক কৌটা।
বুঝে না দুঃখ ব্যাথা চাঁদ নামে মামাটা,
দেখাও দেখবো আছে কি তোমার ক্ষমতা।
শিশুকালে টিপ দিতে কপালে চুপটি করে,
আমিও পরাবো টিপ যে থাকবে শাড়ী পরে।
আলো আছে তবু ঘর কি কারণে আন্ধার?
কান্তে কান্তে চোখে জল নাই কান্দার।
আয় আয় চাঁদ মামা বউ দিয়ে যা-
আমার আন্ধার ঘরে আলো দিয়ে যা। ™

© মোহাম্মাদ মেহেদি মেনাফা™

Related posts