হযরত আবু হুরায়রা [রাযি] বলেন, রমযান মাস লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে, সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল।
[মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস-৮৯৬৬]
![Photo: হযরত আবু হুরায়রা [রাযি] বলেন, রমযান মাস লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে, সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল।
[মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস-৮৯৬৬]](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/c0.0.400.400/p403x403/524412_492329977462244_686462121_n.jpg)
মুসান্নাফে আবি শাইবার সহিহ হাদিস গুলোকেউ কথিত আহলে হাদিসরা মানেনা।
nn