বিচিত্র সংবাদ ::::: মে – ’১২

না্নারকম

তথ্য

সংবাদ

 
 

বরফের হোটেল!

 

রোমানিয়ার ফাগারাস পর্বতের বেলিয়ালাক এলাকায় প্রতি বছর শীতকালে গড়ে তোলা হয় ব্যতিক্রমী বরফ হোটেল। এর বিশেষত্ব হচ্ছে, এর বসার আসন, সামনের টেবিল, শোবার বিছানা, ভাস্কর্যসহ আনুষঙ্গিক সবকিছুই বরফের তৈরি। প্রতি বছর শীতে ওই পর্বতে যে বরফ জমাট বাঁধে, তা কেটেই শৈল্পিক নির্দেশনায় ওইসব নির্মাণ করা হয়। খাবার রেস্টুরেন্ট, পানশালাসহ ওই হোটেলে থাকার জন্য ১৪টি কক্ষ রয়েছে।

প্রতি বছর শীতে গড়ে তোলা ওই হোটেল গ্রীষ্মের আর্বিভাবে গলতে শুরু করে এবং এক সময় বিলীন হয়ে যায়। ২০০৫ সাল থেকে নিয়মিতই ওই হোটেল গড়ে তোলা হচ্ছে।

 – রাশেদ হাসান

 

কাঠের গাড়ী!

 

কাঠ দিয়ে তৈরী গাড়ী! সত্যি, সম্প্রতি এমনই একটি গাড়ী তৈরী করা হয়েছে। আরও মজার ব্যাপার হল, এই প্রাইভেট কারটির নাম মার্সিডিস বেঞ্জ ৩০০ এসএল। কাঠের কার; কিন্তু নাম মার্সিডিস।

১৯৫৫ সালে তৈরী এ কারটি মার্সিডিসের প্রথম প্রজšে§র কারের মতো। এর চাকাগুলোও কাঠের তৈরী।

কাঠ দিয়ে গাড়ী নির্মাণের চিন্তার পেছনে একটি বড় কারণ ছিল, তা হল – এর জ্বালানী খরচ খুব কম। আর গতি কচ্ছপের মতো হলেও নির্বিঘেœ পথচলা যায়। এসব কারণে গাড়ীটি সম্প্রতি অনলাইনের নিলাম বাজারে পাঁচহাজার পাউন্ডে বিক্রি হয়।

 – আমজাদ হোসাইন

 

আংটির দাম সাত কোটি ডলার!

 

বিশ্বে এই প্রথম সাত কোটি ডলার  (বাংলাদেশী মুদ্রায় প্রায় ছয় শ’ কোটি টাকা) মূল্যের হীরার আংটি তৈরী করেছে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান। ১৫০ ক্যারেটের হীরা দিয়ে এ আংটি তৈরী করতে সময় লেগেছে প্রায় এক বছর।

২০১১ সালের এপ্রিলে আংটিটির মূল নকশা করা হয়। শাউইশ জুয়েলারী নামের কোম্পানী এ আংটি তৈরীর উদ্যোগ গ্রহণ করে।

 – মুনীর হোসাইন

 

অন্ধদের জন্য লাইব্রেরী!

 

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অনলাইন ব্রেইল লাইব্রেরী চালু করেছে ভারত সরকার। এর মাধ্যমে যারা চোখে দেখতে পারেন না, তারাও যেকোন বই এবং অনলাইন ডিজিটাল ফরম্যাট ম্যাটেরিয়াল পড়তে পারবেন।

ন্যাশনাল ইন্সটিটিউট ফর ভিজ্যুয়ালি হ্যান্ডিক্রাফট একটি অনলাইন ব্রেইল লাইব্রেরী তৈরি করেছে। যেকোন জায়গা থেকে এ লাইব্রেরীর বই পড়তে পারবেন অন্ধরা। এটি বাস্তবায়ন করতে ৪৭ লাখ ৫০ হাজার রুপি খরচ করেছে ভারত সরকার। ব্রেইল ফরম্যাটে বই পড়া ছাড়াও অডিও বই যুক্ত করা হয়েছে অনলাইনের এ লাইব্রেরীতে।

 – রফীকুল ইসলাম

 

১০৮ কক্ষের মাটির বাড়ী!

 

ইট নয়, পাথর নয়, মাটি দ্বারা ১০৮ কক্ষের বিশাল বাড়ী নির্মাণ করা হয়েছে বাংলাদেশের নওগাঁর চান্দা আলীপুরে। এ বাড়ীটি দেখার জন্য প্রত্যেক দিনই বহু লোক ভিড় করছেন।

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দা আলীপুর গ্রামের দুই ভাই তাহের ও সমশের এ বাড়ী নির্মাণ করেন। বিশাল আকৃতির এ বাড়ীটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে রয়েছে নানা কল্পকাহিনী।

২০০ বিঘা জমির ওপর মাটি দিয়ে তৈরী এ বাড়ী দূর থেকে দেখে মনে হবে, যেন একটি দুর্গ। বাড়ীর সামনে একটি বিশাল পুকুর। পুকুরটির পরেই বাড়ীর সদর দরজা। এ দরজা ছাড়াও বাড়ীতে প্রবেশের জন্য রয়েছে আরো ১০টি দরজা। ১৫০ হাত লম্বা দোতলা এ বাড়ীর ছাউনিতে ২০০ বান্ডিল ঢেউ টিন ব্যবহার করা রয়েছে। এ বাড়ীর ১০৮টি কক্ষের প্রতিটিতেই ৩টি করে জানালা রয়েছে।

সমশের আলী ম-ল ও তাহের আলী ম-ল প্রায় ২৮ বছর আগে বিশাল আকৃতির এ বাড়ীটি তৈরী করেন। প্রতিদিন ১০০জন শ্রমিক খাটিয়ে প্রায় ৮ মাসে বাড়ীটির নির্মাণ কাজ শেষ করা হয়। নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের শুধু খাবার বাবদ প্রতিদিন ৩ মণ চালের ভাত রান্না করা হতো।

 – কামারুজ্জামান নাহিদ

Related posts

One Thought to “বিচিত্র সংবাদ ::::: মে – ’১২

  1. Hm.Ashraf Goni

    ধারুন সব কিছু আমার পছন্দের ৷ ধন্যবাদ আপনাদের ৷

Leave a Comment