ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে বেইমানী করলে কিছুই যায় আশে না

বন্ধু কিংবা প্রেমিকা তো দুরের কথা আপনার পরিচিত কোন আপন মানুষদেরও ঐ সকল মানুষ রুপী ডাইনি থেকে দূরে রাখুন! যারা মনে করে “ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে বেইমানী করলে কিছুই যায় আশে না” আবার বলে “চার বছরের প্রেম নয় এটা শুধু বন্ধুত্ত ছিল”। আপনি তো কোনদিনও এমন মানুষকে বন্ধু ভাব্বেনি না।

http://lgsquirrel.files.wordpress.com/2009/06/drag_me_to_hell_witch.jpg

আপনার আপন মানুষদেরও ১০০ হাতের মধ্যেও এদের ঘেঁষতে দিবেন না। কারন এরা আপনার আপন মানুষটিকে বানিয়ে ফেলতে পারে তারি/তাদেরি মত। তাই সাবধান ঐ সকল বন্ধু হতে যারা ভাবে “ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে বেইমানী করলে কিছুই যায় আশে না” বলে বা মনে করে। এ রকম কিছু মানুষ রুপী ডাইনির জন্য আজ আমি আমার আপন মানুষকে হারিয়েছি। সাবধান!!!

http://www.wallpaperpimper.com/wallpaper/Art_&_3D/Scary/Horror-Woman-1-KEQYT554IT-800x600.jpg

 

Related posts

Leave a Comment