তুমি মানুষকে কাঁদাতে ভালবাস, তুমি গড়তে জান না শুধু ধ্বংস করতে জান।

“তোমার বন্ধু হচ্ছে সে-ই যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে।” হুমম আমিও জানতাম তোমার খারাপ দিক গুল তুমি বেইমান, তুমি অহংকারি, তুমি মানুষকে কাঁদাতে ভালবাস, তুমি গড়তে জান না শুধু ধ্বংস করতে জান। তারপরও আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, আপন ভেবেছিলাম…।

http://www.wallpaperpimper.com/wallpaper/Art_&_3D/Scary/Horror-Woman-1-KEQYT554IT-800x600.jpg

সেই সুযোগে তুমি আমাকেই দংশন করলে? আমি অন্য একটি প্রবাদ ভুলে গিয়েছিলাম “উঝার মিত্যু সাপের কামুরেই হয়, যেই সাপ কে একদিন সেই লালন-পালন করেছে, দুধ পান করিয়েছে।” তাই তোমার বিষাক্ত দংশনের বিষ থেকে আজও আমি মুক্তি পাই নি। ধন্যবাদ বেইমান বন্ধু।

http://lgsquirrel.files.wordpress.com/2009/06/drag_me_to_hell_witch.jpg

 

Related posts

Leave a Comment