
আজ নিজেকে বড় অপরাধী মনে হয় জানি হারিয়ে যাবো একদিন এই পৃথিবীর রঙ্গ মেলা হতে শুধু শুধু ব্যাথায় ভরে রেখে গেলাম চন্দন ফোটা ভোরের স্নিগ্ধ শিশির বকুল বিছানো পথ সবকিছু মনে রেখ আমি দুখী কিংবা অভিমানী হয়ে বলছি না। তোমার সুখের দিনে নাইবা আসলাম তোমার দুখের দিনে আমি আসবই। ভুলে যেওনা একটি কথা পৃথিবীতে নারীর আবির্ভাব হয়েছিল বলেই মানুষ পাপ করতে শিখেছে। তাই আখিরাতের সৃষ্টি দোযখ। আজ নিজেকে বিশ্বাস করতে পারছ না তাই সৃষ্টিকর্তাকে অন্তরে না খুজে মসজিদে মসজিদে খুজছ মিছে । পাষান পৃথিবীর বুকে কিছু মানুষ চিরদিনি ভিখারি তারা শুধু চায়ই। না হয় আমিও গেলাম তবুও সুখ এখানেই তোমাকে ভালবাসতে পেরেছি বিনিময়ে কিছু চাইব না।