এম.এল.এম. নিউজ ২৪ এর সাংবাদিকের স্পিক এশিয়ার সার্ভিস সেন্টারে একদিন।
Report From : Personal Desk
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa
এম.এল.এম. নিউজ ২৪ প্রতিবেদককে স্পিক এশিয়া বাংলাদেশের মেনেজমেন্ট তাদের সার্ভিস সেন্টারে আমন্ত্রণ করে,দির্ঘ আলোচনা সহ বর্তমান সকল অবস্থা এর ব্যপারে স্পিক এশিয়া বাংলাদেশের মেনেজমেন্ট এর পক্ষ থেকে কয়েকজন কথা বলেন এবং এ সময় এম.এল.এম. নিউজ ২৪-এর ক্যমেরার সামনে মিঃ অজয় সরকার প্যনেকিস্টদের উদ্দেশ্যে অনেক কথা বলেন। আমাদের কাছে ভিডিও ব্রিফিং টি রয়েছে তবে আমাদের কিছু টেকনিকাল সমস্যার কারনে এই মুহুর্তে প্রকাশ করা গেল না। তবে আশা করা যাচ্ছে পরবর্তি ৪২ ঘন্টার মধ্যে আমরা ভিডিও ব্রিফিং টি সকলের উদ্দেশ্যে প্রকাশ করতে পারব।
ভিডিও ব্রিফিং টি -তে পর্যায়ক্রমে মিঃ অজয় সরকার স্পিক এশিয়া বাংলাদেশের বর্তমান, ভবিষ্যৎ , অতীত, বাজারে চলমান কিছু গুজব, চালু হওয়ার তারিখ বার বার পেছানর কারন, এবং ইত্যাদি আরও অনেক বিষয়ী কথা বলেন। এসময় তিনি এমনও বলেন যে “স্পিক এশিয়া এসে পরছে বা পরবে না বরং স্পিক এশিয়া চলে এসেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা এবং কিছু সময়ের অপেক্ষা করতে হবে, তাই সকলকে সেই পর্যন্ত শান্ত এবং নিশ্চিন্তে থাকার অনুরধ রইল।”
এম.এল.এম. নিউজ ২৪ কে দেওয়া মিঃ অজয় সরকারের ভিডিও ব্রিফিং টি পরবর্তি ৪২ ঘন্টার মধ্যে সকলের উদ্দেশ্যে প্রকাশ করতে পারব এমন আশা ব্যক্ত করছি।